ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৪
Banglar Alo

অবসর নিয়ে কথা বললেন মেসি

Publish : 10:00 AM, 28 March 2024.
অবসর নিয়ে কথা বললেন মেসি

ছবিঃ সংগৃহীত

ক্রীড়া ডেস্ক :

ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়ে নিজেকে কিংবদন্তিদের তালিকায় নিয়ে গেছেন এই সুপারস্টার। 

২০২২ সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের পর থেকেই মেসির অবসর নিয়ে গুঞ্জন চলছে। ভক্তরা চান মেসি অন্তত আরও একটি বিশ্বকাপ খেলুক। 

নিজের অবসর ভাবনা নিয়ে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বলেন, ‘যখন মনে হবে আমি আর পারফর্ম করতে পারছি না, খেলাটা উপভোগ করছি না কিংবা সতীর্থদের সাহায্য করতে পারছি না, তখনই আসবে সেই সময়। আমি বড়ই আত্মসমালোচক, আমি বুঝি কখন আমি ভালো খেলছি, কখন খারাপ খেলছি। যখন আমার মনে হবে এখন সেই সিদ্ধান্তটা নেওয়া সময় হয়েছে, আমার বয়স কত সেটি মনে না রেখেই সেই সিদ্ধান্ত (অবসর) নিয়ে নেব।’

বার্সেলোনার সাবেক এই তারকা আরও বলেন, ‘ভালো লাগার অনুভূতিটা যদি থাকে, আমি সব সময় চেষ্টা করব খেলতে; কারণ, আমি তো এটা করতেই ভালোবাসি। আর সেই কাজ কীভাবে করতে হয়, সেটিও তো আমি জানি। আমি ভাগ্যবান ক্রীড়াজগতে নিজের সব স্বপ্নই সত্যি করতে পেরেছি। আমার আর কী চাওয়ার আছে। ঈশ্বরকে ধন্যবাদ পেশাদার ও ব্যক্তিগত পর্যায়ে আমাকে ও আমার পরিবারকে এত কিছু দেওয়ার জন্য। ঈশ্বর আমাকে যা কিছু দিয়েছেন, আমি চেষ্টা করি সেসব উপভোগ করতে।’

এক প্রশ্নের উত্তর মেসি বলেন, ‘আমি এখনো ভাবিনি কিছু। আজকাল আমি দিন ধরে ধরে উপভোগ করার চেষ্টার করি। পরে কী হবে সেসব নিয়ে ভাবি না। ঠিক জানি না ভবিষ্যতে কী হবে। আমি চাই যত দিন সম্ভব খেলাটা চালিয়ে যেতে। যখন সময় আসবে আমি নিশ্চিত একটা পথ খুঁজে পাবই। হয়তো নিজের পছন্দের কোনো ভূমিকাই বেছে নেব তখন।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আইপিএলে ছন্দে ফিরেই সেরা দুইয়ে উঠে এলেন মোস্তাফিজ শিরোনাম দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শিরোনাম কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করল অ্যাস্ট্রাজেনেকা শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমে ঘুমের কষ্ট, গল্পে রাত পার শিরোনাম সুবর্ণচরে রোদের মধ্যে খেলার সময় শিশুর মৃত্যু শিরোনাম প্রকৃতির সঙ্গে পর্যটনেও খরা