ঢাকা, ১৫ মে, ২০২৪
Banglar Alo

ভারতের বিপক্ষে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা

Publish : 12:23 AM, 30 April 2024.
ভারতের বিপক্ষে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা

ভারতের বিপক্ষে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক :

দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। আর এ গরমের মধ্যেই ভারতের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ নারী দল। মূল ম্যাচেও খেলতে হবে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে। তবে সেসব মাথায় রেখেই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন নাহিদা আক্তাররা।

আজ থেকে শুরু হবে বাংলাদেশ-ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজকে সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক নাহিদা। সেখানে তিনি জানিয়েছেন নিজেদের প্রস্তুতির কথা।

গরমের মধ্যে খেলার প্রসঙ্গে নাহিদা বলেন, ‘যে গরম পড়ছে, সবার কষ্ট হচ্ছে। আমার মনে হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে এ নিয়ে অজুহাত দেওয়া উচিত নয়। তারপরও আমরা বলব, ঢাকার থেকে এখানে...আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, মানিয়ে নিতে হবে। এটা নিয়ে চিন্তিত নই। আমরা আমাদের মনোযোগ খেলায় রাখছি।’

নাহিদা আরো বলেন, ‘আমরা এখানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আরো একটা দিন আছে। আশা করি, ভালো প্রস্তুতি হবে। গতকাল আর আজ আমাদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে। বোলাররাও খুব ভালো করেছে।’

সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো পাত্তাই পায়নি বাংলাদেশ। এ সিরিজে খেলার আগে সেই বিষয়টিও মাথায় রেখেছে টাইগ্রেসরা, ‘আমাদের ভালো খেলতে হবে। এটা নিশ্চিত যে ভালো না খেললে ম্যাচ জেতা যাবে না। যেদিন ভালো খেলবেন, সেদিন ম্যাচ জিতবেন। আমাদেরও সে চেষ্টাই থাকবে। এখন আমরা একটা ভালো জায়গায় আছি। আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে ভালো কিছু করতে পারব।’ ঘরের মাঠে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। তবে ভারতীয় মেয়েদের স্লোজিং নিয়ে সেবার বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিশেষ করে ম্যাচ শেষে হারমানপ্রীত কৌরের আচরণ উত্তাপ ছড়িয়েছিল অনেক। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না বাংলাদেশের সহ-অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা ওটা চিন্তা করছি না। আমরা চিন্তা করি মাঠে কীভাবে ভালো ক্রিকেট খেলব, কীভাবে জয় পাবে।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম করোনা আক্রান্ত অর্থমন্ত্রী শিরোনাম ফারাক্কা বাঁধ মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল শিরোনাম ঢাকায় ব্যাটারিচালিত রিকশা যেন চলতে না পারে: ওবায়দুল কাদের শিরোনাম বাবার আড়াই কোটি টাকা ঋণের বিষয়ে যা বললেন রাফসান শিরোনাম লক্কড়-ঝক্কড় বাস ঢাকা ছাড়া পৃথিবীর কোথাও দেখা যায় না:ওবায়দুল কাদের শিরোনাম ক্ষমা চেয়ে রেহাই পেলেন এমপি হাফিজ