ঢাকা, ১৫ মে, ২০২৪
Banglar Alo

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার

Publish : 04:23 AM, 29 April 2024.
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার

আন্তর্জাতিক :

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে নতুন এ দায়িত্ব দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রধানমন্ত্রী অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মুহাম্মদ ইসহাক দারকে নিয়োগ দিয়েছেন।’

ইসহাক দার বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সৌদি আরব সফরে রয়েছেন।

তবে নতুন নিয়োগের পরও ইসহাক দার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন চালিয়ে যাবেন বলে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে।

ইসহাক দার পাকিস্তানের ক্ষমতাসীন শরিফ পরিবারের অংশ। বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বড় ভাই পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ের সঙ্গে ইসহাক দারের ছেলের বিয়ে হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান ইসহাক দার। এর আগে তিনি কয়েকবার পাকিস্তানের অর্থমন্ত্রী ছিলেন। পাকিস্তান সরকারে উপ-প্রধানমন্ত্রী পদে নিয়োগ খুবই কমই দেখা যায়।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আশঙ্কাজনক অবস্থা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর শিরোনাম বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন আব্দুল কুদ্দুস শিরোনাম হিমাগা‌রে মজুত ছি‌ল ৫ লাখ ডিম শিরোনাম শপথ নিলেন সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী শিরোনাম সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগে এতিম ও প্রতিবন্ধী কোটা পূরণের সুপারিশ শিরোনাম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ