ঢাকা, ০৫ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

ইসরায়েলি আগ্রাসন : গাজায় হামলায় পুলিশ প্রধানসহ নিহত ৫২

Publish : 06:10 AM, 04 January 2025.
ইসরায়েলি আগ্রাসন : গাজায় হামলায় পুলিশ প্রধানসহ নিহত ৫২

ইসরায়েলি আগ্রাসন : গাজায় হামলায় পুলিশ প্রধানসহ নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক :

গাজাজুড়ে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার হামলায় অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার হামাস পরিচালিত পুলিশের প্রধান মাহমুদ সালাহ এবং তাঁর সহকারী হুসাম শাহওয়ান রয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা ৪৫ হাজার ৫৫২ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ১১ হাজার ফিলিস্তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নিকটবর্তী উপকূলীয় ‘মানবিক অঞ্চল’খ্যাত আল-মাওয়াসির একটি ক্যাম্পে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। এ ছাড়া অন্যান্য এলাকায় হামলার ৪০ জন নিহত হয়েছেন। 

হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে নিন্দা জানিয়েছে। তারা বলেছে, মাহমুদ সালাহ ও হুসাম শাহওয়ান তাদের মানবিক ও জাতীয় দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এ ঘটনার রিপোর্টগুলো খতিয়ে দেখছে। হামাস ও ইসরায়েলের মধ্যে গত কয়েক দিন ধরে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এর মধ্যে উপত্যকাটির পুলিশপ্রধানকে হত্যার ঘটনা ঘটল। 

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতায় প্রায় হারিয়েছে প্রায় ১ হাজার ১০০ শিশু। নিহত এই শিশুদের মধ্যে নবজাতকের সংখ্যা দুই শতাধিক। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে তারা। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এ ছাড়া চলমান ইসরায়েলি গণহত্যায় প্রায় ১২ হাজার ৯৪৩ ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন। এরই মধ্যে গত ১৫ মাসে উপত্যকার জনসংখ্যা হ্রাস পেয়েছে ৬ শতাংশ। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর পিসিবিএস।

অন্যদিকে, ফিলিস্তিনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সম্প্রচারসহ সব রকম কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার আদেশ দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উস্কানিমূলক প্রতিবেদন তৈরির অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ শিরোনাম সীমান্তে নিরাপত্তা জোরদার, নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত শিরোনাম আগামী নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে শিরোনাম বিগত তিন নির্বাচনের অনিয়ম-ত্রুটি খুঁজে বের করবে ইসি শিরোনাম নারীদের পোশাকের ব্যাপারে জোর খাটানো যাবে না শিরোনাম মেকআপ আর্টিস্টকে বিয়ে করলেন তাহসান