ঢাকা, ০৫ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ, ক্ষতির মুখে মলদোভার ট্রান্সডনিয়েস্ট্রিয়া

Publish : 11:12 AM, 04 January 2025.
রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ, ক্ষতির মুখে মলদোভার ট্রান্সডনিয়েস্ট্রিয়া

রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ, ক্ষতির মুখে মলদোভার ট্রান্সডনিয়েস্ট্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

ইউরোপের দেশ মলদোভা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল ট্রান্সডনিয়েস্ট্রিয়া তাদের বাসাবাড়িতে বিদ্যুৎ ও গরম পানি সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়েছে। বুধবার রাশিয়া থেকে ইউক্রেন হয়ে মধ্য ও পূর্বাঞ্চলীয় ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ফলশ্রুতিতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয় তারা। রয়টার্সকে ফোনে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেছেন, এখন জনগণকে কোনো তাপ বা গরম পানি সরবরাহ করা যাচ্ছে না। এই অবস্থা কতক্ষণ থাকবে, সেটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 

যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গ্যাস পরিবহন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বুধবার থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০-এর দশকে মলদোভা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রান্সডনিয়েস্ট্রিয়া। প্রায় সাড়ে লাখ মানুষের রুশ ভাষাপ্রধান অঞ্চলটিতে এখনও দেড় হাজারের বেশি সেনা মোতায়েন করে রেখেছে মস্কো। গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার তাৎক্ষণিক প্রভাব এই অঞ্চলে দেখা গেছে। 

ইউক্রেনের ভেতর দিয়ে ৪০ বছরের বেশি সময় ধরে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ করা হচ্ছিল। ইউক্রেনের জাতীয় তেল-গ্যাস কোম্পানি নাফটোগাজ ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের মধ্যে চুক্তির ভিত্তিতে এ গ্যাস সরবরাহ করা হতো। এই দুই কোম্পানির সর্বশেষ পাঁচ বছরের চুক্তির মেয়াদ বুধবার শেষ হয়েছে। কিয়েভ চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় পাইপলাইনে ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেল।

এদিকে এ ঘটনা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর জন্য গুরুতর প্রভাব ফেলবে বলে জানিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার ফেসবুকে নতুন বছরের বার্তায় তিনি এই সতর্ক করেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ শিরোনাম সীমান্তে নিরাপত্তা জোরদার, নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত শিরোনাম আগামী নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে শিরোনাম বিগত তিন নির্বাচনের অনিয়ম-ত্রুটি খুঁজে বের করবে ইসি শিরোনাম নারীদের পোশাকের ব্যাপারে জোর খাটানো যাবে না শিরোনাম মেকআপ আর্টিস্টকে বিয়ে করলেন তাহসান