ঢাকা, ০৬ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

‘এটাই লিভারপুলে শেষ মৌসুম’, সালাহর ঘোষণা

Publish : 12:16 AM, 06 January 2025.
‘এটাই লিভারপুলে শেষ মৌসুম’, সালাহর ঘোষণা

‘এটাই লিভারপুলে শেষ মৌসুম’, সালাহর ঘোষণা

স্পোর্টস ডেস্ক :

লিভারপুলের সঙ্গে মোহামেদ সালাহর চুক্তি নবায়ন নিয়ে মৌসুমের শুরু থেকেই আলোচনা হচ্ছে। সম্প্রতি সালাহ দু'বার জানিয়েছেন, চুক্তির বিষয়ে কোন আপডেট তার কাছে নেই। তবে শীতকালীন দলবদলের বাজারের দরজা খুলতেই মিশরীয় তারকা জানিয়ে দিয়েছেন, এটাই লিভারপুলে তার শেষ মৌসুম। 

স্কাই স্পোর্টসকে এক সাক্ষাৎকারে এমন ঘোষণাই দিয়েছেন চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল করা সালাহ। জানিয়েছেন, অ্যানফিল্ড ছাড়ার আগে এবারের লিগ শিরোপা টা খুব করে জিততে চান তিনি।

সালাহ বলেন, 'যেটা সবচেয়ে বেশি চাই তা হলো প্রিমিয়ার লিগ জিততে। পূর্বে কিছু সাক্ষাৎকারে চ্যাম্পিয়ন্স লিগ জেতার কথা বলেছি। কিন্তু এবার লিগটা জিততে চাই। কারণ জানি না। হয়তো পূর্বে সেভাবে উদযাপন করতে পারিনি সেজন্য । আরেকটা কারণ হতে পারে, এটাই আমার ক্লাবের হয়ে শেষ মৌসুম।'

জার্গেন ক্লপ-সালাহ জুটিতে দীর্ঘ ৩০ বছর পর প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল। কিন্তু করোনাকাল হওয়ায় ভক্তদের নিয়ে ঠিক অল রেডসময় উদযাপন করতে পারেননি সালাহরা। যে কারণে লিগের শীর্ষে থাকা লিভারপুলের হয়ে শিরোপা উৎসব করতে চান তিনি।

সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি আছে আগামী জুন পর্যন্ত। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। তাকে মোটা অঙ্কের বেতনে তিন মৌসুমের জন্য পিএসজি চুক্তি করতে চায় বলে খবর। আবার সালাহ নাকি স্প্যানিশ শিখছেন। রিয়াল-বার্সার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ওদিকে সৌদি রেকর্ড বেতনের প্রস্তাব নিয়ে তো বসে আছেই! কোথায় যাচ্ছেন সালাহ, জানতে জুন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে জানুয়ারিতেই চুক্তি করে রাখার সুযোগ আছে তার।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া : দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের শিরোনাম ৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শিরোনাম শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি শিরোনাম পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিরোনাম ২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল শিরোনাম বিশেষ লেনের বিশেষ বাস সার্ভিস কোথায়