আইয়ুব বাচ্চুর সুরে সুমন গাইলেন ‘স্বপ্নে দেখা অচিনপুরে’
পাঁচ বছর হয় বাংলাদেশের ব্যান্ডজগতে গিটার জাদুকরখ্যাত আইয়ুব বাচ্চু নেই। তবে তার কালজয়ী সৃষ্টির মাধ্যমে এখনও চিরসবুজ হয়েই আছেন। সুরে সুরে বেচে আছেন মানুষের হৃদয়ে। তার গাওয়া গান নিয়ে চর্চা চলে নিয়মিত, তার গিটারের সুরে উদ্দেলিত হয় প্রাণ।
আইয়ুব বাচ্চু চলে গেলেও তাঁর সুরারোপিত অনেক গান এখনও অপ্রকাশিত। ধীরে ধীরে সেইসব গান মাঝে মাঝেই প্রকাশ পাচ্ছে। এমনিই একটি গান ‘স্বপ্নে দেখা অচিনপুরে’। গানটি এবার এস আই সুমনের কণ্ঠে শিল্পীরই ইউটিউব চ্যানেলসহ বেশ কটি স্ট্রিমিং অ্যাপে এটি প্রকাশ পেয়েছে।
আইয়ুব বাচ্চুর সুরে গানটির সংগীতায়োজন করেছেন ভারতের রাজর্ষি মিত্তার। সুমন জানান, গানটি মেলো রক ধরনের গান, যেখানে সুর ও শব্দের এমন এক মিশ্রণ রয়েছে, যা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রোতাদের আবেগময় ভ্রমণে নিয়ে যাবে। যা নব্বইয়ের দশকের মিউজিকের অনুভূতি দেবে বলে মনে করছেন শিল্পী।
গানটি সৃষ্টির গল্প সম্পর্কে এস আই সুমন বলেন, ‘মূলত আমাদের কিংবদন্তি আইয়ুব বাচ্চু ভাইয়ের সুর করা গানটি ২০০৩ সালের। প্রথমে গানটির কম্পোজিশন করেন বাপ্পা ভাই। ২০০৩–এ আমরা মিউজিক ম্যান স্টুডিওতে গানটি রেকর্ড করি। বাপ্পা ভাই তখন আমার পুরো অ্যালবামের সাতটি গান রেকর্ডিং করেছিলেন। মাঝের সময়ে নানা কারণে প্রকাশ করা হয়নি। এত বছর পর এসে গানটা প্রকাশ করার অন্য রকম একটা আনন্দ কাজ করছে। আমাদের পাশে বাচ্চু ভাই থাকলে আনন্দটা আরও বেশি হতো।’
দেশের বিনোদন অঙ্গনে গিটারিস্ট, সুরকার, প্রযোজক ও ব্রডকাস্ট অডিও ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত এস আই সুমন।
টানা ১৭ বছর তিনি একট বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রধান অডিও ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। ১৯৯১ সালে তিনি ‘গডস কমান্ড’ নামে একটি রক ব্যান্ড প্রতিষ্ঠা করেন এবং সেই সময়ে ইংরেজি হেভি মেটাল গান রেকর্ড করেন সিম্ফনী রেকর্ডিং স্টুডিও থেকে। এর পর থেকে তিনি ব্যান্ড নিয়ে উন্মুক্ত মঞ্চ ও ইনডোর কনসার্টে নিয়মিত পারফর্ম করেছেন।
১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি মাকসুদ ও’ঢাকা ব্যান্ডে পারফর্ম করেছেন। ২০১৯ সালে তিনি আর্ক ব্যান্ডে যোগ দেন। তিনি আর্ক ব্যান্ডের প্রধান গিটারিস্ট এবং ব্যাকিং ভোকালিস্ট হিসেবে ছিলেন, মতের মিল না হওয়ায় তিনি কিছুদিন পর এই ব্যান্ড ছেড়ে দেন। ২০১৩ সালে এস আই সুমন একটি নতুন ব্যান্ড হইচই (আগের নাম: চ্যাপ্টার ১) প্রতিষ্ঠা করেন। তিনি এই ব্যান্ডের প্রধান ভোকালিস্ট ও গিটারিস্ট।
২০২৩ সালে তিনি ‘কে আছে তুমি ছাড়া’ শিরোনামে দ্বৈত গান প্রকাশ করেন। কবির বকুলের লেখা এই গানে সুমনের সহশিল্পী ছিলেন কোনাল। এ ছাড়া ‘আধারপোকা’, ‘শূন্যতা’, ‘লারেলাপ্পা’ ও ‘আত্মহত্যা’নামে তিনি চারটি অ্যালবাম প্রকাশ করেছেন। ২০১৮ সালে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সেরা অডিও ইঞ্জিনিয়ার হিসেবে পুরস্কার পেয়েছেন এই শিল্পী।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com