ঢাকা, ০৫ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হয়ে আসছেন দীঘি

Publish : 04:46 AM, 04 January 2025.
রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হয়ে আসছেন দীঘি

ছবি : ফারদিন দীঘি

বিনোদন ডেস্ক :

শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। তার অভিনয়ে অভিভূত হননি এমন মানুষ খুব কমই আছেন। তাই তার অনুরাগীর সংখ্যাও বেশ। ছোটবেলায় গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে তার পথচলা শুরু হয়েছিল। প্রথম কাজেই পেয়েছিলেন জনপ্রিয়তা। তারপরের গল্প সবার জানা।

পরিণত বয়সে চিত্রনায়িকা হিসেবে দীঘির শুরু নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে। তার নির্মিত ‘তুমি আছ, তুমি নাই’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতেও অভিনয় করেছেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কালজয়ী সৃষ্টি নিয়েই নাটক ও সিনেমা নির্মিত হয়েছে। সেই সব সিনেমায় কাজ করে অনেক অভিনেত্রীই রবীন্দ্রনাথের নায়িকা হিসেবে খ্যাতি পেয়েছেন। এবার রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হয়ে সিনেমার পর্দায় হাজির হতে যাচ্ছেন এ প্রজন্মের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

‘দেনা পাওনা’ নামে সিনেমা বানাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী। সিনেমাটি ২০২২-২৩ সালের সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে। ছবিটিতে নিরুপমার চরিত্রে অভিনয় করবেন দীঘি।

খবরটি জানিয়ে অভিনেত্রী বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। এই নায়িকা বলেন, ‘গত দুই বছর ধরেই কিন্তু এই সিনেমাতে কাজ করা নিয়ে কথা হচ্ছিল। যখন সাদেক সিদ্দিকী আঙ্কেলের কাছে গল্পটা ভালোভাবে শুনি, তখন আমার কাছে মনে হলো যে নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। এটা আমার কাজের তৃপ্তি দেবে। তা ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা হওয়াটা তো স্বপ্নপূরণের মতো ব্যাপার।’

‘দেনা পাওনা’ সিনেমাটির চিত্ররূপ ও সংলাপ মিরণ মহিউদ্দিনের। চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

জানা যায়, আগামী ২৩ জানুয়ারি থেকে রাজধানীর অদূরে হোতাপাড়া খতিব খামারবাড়িতে টানা কয়েক দিন এই সিনেমার শুটিং চলবে।

দীঘিকে সর্বশেষ দেখা গেছে, রেজাউর রহমানের ‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’ চলচ্চিত্রে। রোমান্টিক ঘরানার গল্পে এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ জামান শাওন।

এদিকে দীঘি অভিনীত ‘প্রিয় প্রাক্তন’ ও ‘জঙ্গী’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ শিরোনাম সীমান্তে নিরাপত্তা জোরদার, নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত শিরোনাম আগামী নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে শিরোনাম বিগত তিন নির্বাচনের অনিয়ম-ত্রুটি খুঁজে বের করবে ইসি শিরোনাম নারীদের পোশাকের ব্যাপারে জোর খাটানো যাবে না শিরোনাম মেকআপ আর্টিস্টকে বিয়ে করলেন তাহসান