ঢাকা, ০৫ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

শতপর্ব পেরিয়ে সাজিন বাবুর ‘ঘরের শত্রু বিভীষণ'

Publish : 11:27 PM, 03 January 2025.
শতপর্ব পেরিয়ে সাজিন বাবুর ‘ঘরের শত্রু বিভীষণ'

শতপর্ব পেরিয়ে সাজিন বাবুর ‘ঘরের শত্রু বিভীষণ'

বিনোদন ডেস্ক :

অভিযোগ রয়েছে এই সময়ের টিভি ধারাবাহিক নাটকগুলোতে গল্পের ধারাবাহিকতা থাকে না। ফলে ডজনখানেক পর্ব প্রচারের পরই ধারাবাহিক নাটকের গল্পের খেই হারানোর সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলেন দর্শকও। ব্যতিক্রম দেখা গেল এনটিভিতে প্রচারিত ধারবাহিক নাটক  ‘ঘরের শত্রু বিভীষণ’ এর বেলায়। নাটকটি সম্প্রতি শতপর্ব পার করল। 

এনটিভিতে সপ্তাহে তিনদিন সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ঘরের শত্রু বিভীষণ’। নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। শক পর্ব পার করার পর নির্মাতা জানালেন, ধারাবাহিকটি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।  সেই গ্রহণযোগ্যতার কারণেই শতপর্ব পেরিয়েছে।

শফিকুর রহমান শান্তনুর রচনায় ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁর সঙ্গে রয়েছেন আরও এক ঝাঁক আর্টিস্ট। তারা হলেন– এনিলা তানজুম, সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, আল মনসুর, সুজাত শিমুল, জয়রাজ, মিলন ভট্টাচার্য্য, রিমি করিম, রোবেনা রেজা জুঁই, শহীদুল্লাহ সবুজ, মিলি মুন্সি, উজ্জল মাহমুদ, আমানুল হক হেলাল। 

নির্মাতা সাজিন আহেমদ বাবুর ভাষ্য, ‘নাটকটি নিয়ে আমি সাড়া পাচ্ছি। পারিবারিক গল্পটাই নানান এঙ্গেলে এতে দেখানোর চেষ্টা করেছি। প্রতিটি দর্শক ধারাবাহিকটি দেখার সময় গল্পের মধ্যে নিজেকে ভাবতে পারছেন। গল্পটা দর্শক কানেক্ট করতে পারছেন বলেই হয়তো ১০০পর্ব পেরিয়ে এসেছি আমরা। আগামীতে গল্পে আরও বাঁক থাকবে।’

শ্যামল দত্তের সঙ্গে ২০০৬ সালে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন সাজিন আহমেদ বাবু। ২০০৯ সালে ‘আগে ঘর পরে বর’ নামে একটি নাটক রচনা ও পরিচালনা করেন তিনি। এরপর আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেন। এখন পুরোদস্তুর নির্মাতা ও নাট্যকার তিনি। পাশাপাশি লিখছেন বইও। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বই হচ্ছে– যে মনে কারফিউ, আজ ভুলের জন্মদিন ও এই শহরে কেউ থাকে না।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ শিরোনাম সীমান্তে নিরাপত্তা জোরদার, নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত শিরোনাম আগামী নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে শিরোনাম বিগত তিন নির্বাচনের অনিয়ম-ত্রুটি খুঁজে বের করবে ইসি শিরোনাম নারীদের পোশাকের ব্যাপারে জোর খাটানো যাবে না শিরোনাম মেকআপ আর্টিস্টকে বিয়ে করলেন তাহসান