ঢাকা, ০৪ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Publish : 10:41 PM, 02 January 2025.
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

রাজনৈতিক প্রতিবেদক :

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। ১৯৭৯ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এর পর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল। 

গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায়। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানিয়েছে ছাত্রদল।

বিবৃতিতে বলা হয়েছে, বেলা ১১টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। দুপুর ২টায় একই স্থানে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। 

এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নারীদের পোশাকের ব্যাপারে জোর খাটানো যাবে না শিরোনাম মেকআপ আর্টিস্টকে বিয়ে করলেন তাহসান শিরোনাম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন : টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আ.লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী শিরোনাম চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন শিরোনাম ‘এটাই লিভারপুলে শেষ মৌসুম’, সালাহর ঘোষণা শিরোনাম পূর্বাচলকে ‘নিজস্ব সম্পত্তি’ বানিয়ে প্রধান প্রকৌশলীর নয়ছয় : নকশা ভেঙে প্রকল্পের ৭ কাঠা জায়গা দখল