স্বৈরাচারের দোসর তকমায় চাপে পড়া জাপার প্রতিষ্ঠাবার্ষিকী আজ
শেখ হাসিনা সরকারের পতনের পর স্বৈরাচারের দোসর তকমাতে চাপে পড়া জাতীয় পার্টির (জাপা) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। রাষ্ট্র ক্ষমতায় থেকে ১৯৮৬ সালের ১ জানুয়ারি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেছিলেন।
দিনটি উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকেলে হবে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
১৯৮২ সালের ২৪ মার্চ রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। পরের বছর তাঁর অনুসারীরা প্রথমে গঠন করে জনদল। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি আহসান চৌধুরীর নেতৃত্বে গঠিত হয় জাতীয় ফ্রন্ট। বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দল থেকে আসা নেতারা এ ফ্রন্টে যোগ দেন। পাঁচ দলের ফ্রন্টটি বিলুপ্ত করে এরশাদের নেতৃত্বে ১৯৮৬ সালের ১ জানুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় পার্টি।
সামরিক শাসনের মধ্যেই ১৯৮৬ সালের নির্বাচনে জয়ী হয় জাপা। সব বিরোধী দলের বর্জনে ১৯৮৮ সালের একতরফা নির্বাচনে আবার জয়ী হয়। ১৯৯০ সালে গণআন্দোলনে এরশাদের পতনের পর ১৯৯১ সালে জাপা পায় ৩২ আসন। পরের নির্বাচনে পায় ৩৫ আসন।
২০০৮ সাল থেকে পরের চারটি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট ও সমঝোতা করে অংশ নেয় জাপা। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনে ৩৪ এবং রাতের ভোটখ্যাত ২০১৮ সালের নির্বাচনে ২২ আসন পেয়ে বিরোধী দল হয় জাপা। গত বছরের ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচনে’ ১১ আসন পায়।
সব সময় সরকারের সঙ্গে থাকা জাপা ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তিন নির্বাচনের ভূমিকায় স্বৈরাচারের দোসর আখ্যা পেয়েছে। দলটির কার্যালয়ে হামলা হয়েছে। নেতাকর্মীর নামে মামলা হয়েছে। ভোট ও মাঠের রাজনীতিতে দিনে দিনে দুর্বল জাপা ঘোষণা দিয়েও কর্মসূচি পালন করতে পারছে না।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com