শেখ হাসিনার ফাঁসির দাবিতে উত্তাল শহীদ মিনার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ‘মার্চ ফর ইউনিটি’ শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যম এ কর্মসূচি শুরু হয়।
নীরবতা পালনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহরিয়ার হাসান আলভীর বাবা মো. আবুল হাসান ছেলের স্মৃতিচারণ করেন। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে ছাত্র-জনতার ঢল নেমেছে। দুপুরের আগে থেকে তারা শহীদ মিনারে জড়ো হতে থাকে। বিকেল সাড়ে ৩টার দিকে দেখা যায়, বিভিন্ন জেলা ও থানা থেকে ছাত্র-জনতা মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয়েছে। এখনো অনেক মিছিল আসছে। উপস্থিতদের মধ্যে অধিকাংশই তরুণ।
ছাত্র-জনতার উপস্থিতিতে শহীদ মিনার কানায় কানায় পূর্ণ হয়েছে। শহীদ মিনারের স্থান পেরিয়ে দুপাশের পথে এবং আশেপাশে অনেকে স্থান ছাত্র-জনতায় পূর্ণ হয়ে গেছে। তারা নানা স্লোগান দিচ্ছে। তারা জুলাই অভ্যুত্থানের সময়ের জনপ্রিয় স্লোগানগুলো পুনরায় দিচ্ছে।
এ সময় ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’সহ নানা স্লোগান দিতে শোনা যায়। অনেকে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন।
ঢাকার নারায়ণগঞ্জ থেকে যেমন ছাত্র-জনতা এসেছে, তেমনি এসেছে দ্বীপজেলা ভোলা থেকেও। উত্তরবঙ্গের দিনাজপুর থেকেও মিছিল নিয়ে ছাত্র-জনতা সমাবেশস্থলে প্রবেশ করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে এখনো প্রবেশ করছে ছাত্র-জনতা।
সমাবেশের সামনের কাতারে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com