ঢাকা, ০৪ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

সচিবালয়ে আগুন লাগার কারণ জানালো তদন্ত কমিটি

Publish : 10:41 PM, 02 January 2025.
সচিবালয়ে আগুন লাগার কারণ জানালো তদন্ত কমিটি

সচিবালয়ে আগুন লাগার কারণ জানালো তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক :

বিদ্যুতের দুর্বল সংযোগের কারণে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। আগ্নিকাণ্ডের সঙ্গে নাশকতার কোনো প্রমাণ মেলেনি। সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, বিদ্যুতের দুর্বল সংযোগের কারণে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া ভবনের ডিজাইন এবং বাতাসের গতির কারণে আগুন ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তার সঙ্গে প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে প্রায় এক ঘণ্টা বিস্তারিত আলোচনা হয়।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এদিকে সচিবালয়ে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কমিটির প্রধান নাসিমুল গণি বলেন, আমাদের প্রাথমিকভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছুক্ষণ আগে আরও একদিনের সময় চেয়ে নিয়েছি। কারণ কিছু টেস্ট আজ রাতে হবে। সেগুলোর রিপোর্ট আসলে মঙ্গলবার আমরা প্রাথমিক প্রতিবেদন দিতে পারব।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেকআপ আর্টিস্টকে বিয়ে করলেন তাহসান শিরোনাম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন : টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আ.লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী শিরোনাম চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন শিরোনাম ‘এটাই লিভারপুলে শেষ মৌসুম’, সালাহর ঘোষণা শিরোনাম পূর্বাচলকে ‘নিজস্ব সম্পত্তি’ বানিয়ে প্রধান প্রকৌশলীর নয়ছয় : নকশা ভেঙে প্রকল্পের ৭ কাঠা জায়গা দখল শিরোনাম এক পাশে পূজা-অর্চনা অন্য পাশে নামাজ