ঢাকা, ২২ অক্টোবর, ২০২৪
Banglar Alo

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : নতুন চ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

Publish : 10:37 PM, 20 October 2024.
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : নতুন চ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : নতুন চ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

স্পোর্টস ডেস্ক :

সবশেষ ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেবার ফাইনালও খেলেছে স্বাগতিকরা। তবে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা ছোঁয়া হয়নি প্রোটিয়াদের। এবার আবারও শিরোপা জয়ের হাতছানি দক্ষিণ আফ্রিকার সামনে।

কিউইদের বাধা অতিক্রম করতে পারলেও নিজেদের ইতিহাসে প্রথম বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের মেয়েরাও কখনো উঁচিয়ে ধরেনি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ফাইনালের ফলাফল যাই হোক, নতুন চ্যাম্পিয়ন দেখবে ক্রিকেট বিশ্ব।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে আজ। ১০ দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে দুই দল। ফাইনালে শিরোপার জন্য লড়াই করবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৮টায় অনুষ্ঠিত হবে।

নিজেদের ইতিহাসে প্রথম বারের মতো গেল আসরে নারী টি- টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে দক্ষিণ আফ্রিকা। গেলবার না পারলেও প্রোটিয়াদের চোখ এবার শিরোপায়। অন্যদিকে ২০০৯ ও ২০১০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। তবে কোনো বারই ছুঁতে পারেনি কাঙ্ক্ষিত সেই ট্রফি।

প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ ছয় বার শিরোপা জেতা দল অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিউজিল্যান্ড। মধুর প্রতিশোধ বলার কারণ, কেননা ২০১৬ বিশ্বকাপ কিউইদের হারিয়ে ফাইনালে খেলার টিকিট নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। সেই আসরে চ্যাম্পিয়নও হয়েছে ক্যারিবিয়ানরা। তবে চলমান এই আসরে সেই ঘটনার পুনাবৃত্তি করতে দেয়নি কিউইরা। সেমিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে মোট ১৫ বার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। সেই সব দেখায় জয়ের পাল্লা ভারী কিউইদের। প্রোটিয়াদের ৪ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় ১১টি ম্যাচে। যার কারণে এই ম্যাচেও ফেরারিট নিউজিল্যান্ড। তবে টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে একটা প্রচলিত প্রবাদ আছে, যে দল ভালো খেলবে, তারাই হাসবে বিজয়ী হাসি। কোন দল হাসবে সেই হাসি, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে রাত ১২টা পর্যন্ত।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা : তেল আবিবে জরুরি অবস্থা, বেন গুরিয়নে উড়োজাহাজ চলাচল বন্ধ শিরোনাম উপদেষ্টা, সমন্বয়কের প্রতিক্রিয়া শিরোনাম যাত্রাবাড়ীতে ‘জেগে’ আছেন শহীদরা শিরোনাম নির্বাচনের দিন ঠিক করে কাজ-কর্ম শুরু করুন: নীরব শিরোনাম গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১০ শিরোনাম ব্যারিস্টার সুমন এতদিন কোথায় ছিলেন?