ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

ট্রাম্পের গলফ মাঠে গোলাগুলি, আটক ১

Publish : 10:08 AM, 16 September 2024.
ট্রাম্পের গলফ মাঠে গোলাগুলি, আটক ১

ট্রাম্পের গলফ মাঠে গোলাগুলি, আটক ১

আন্তর্জাতিক :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ এলাকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ মাঠে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার বিকেলে যখন ট্রাম্প মাঠে গলফ খেলছিলেন, তখনই এই গোলাগুলি শুরু হয়। আতঙ্কের মধ্যেও ট্রাম্প নিরাপদে ছিলেন। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং অস্ত্রসহ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তির কাছে একটি একে-৪৭ রাইফেল ছিল, যা উদ্ধার করা হয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়, যখন তিনি গলফ মাঠের দিকে বন্দুক তাক করছিলেন। তাদের অভিযোগ, ট্রাম্পের দিকে আক্রমণের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। তবে সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তাকে গুলি করে আটক করেন।

গোলাগুলির সময় ট্রাম্প মাঠে উপস্থিত থাকলেও তার কোনো ক্ষতি হয়নি। নিরাপত্তার কারণে তাকে তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া হয়।

এদিকে ট্রাম্পের প্রচার সেল জানিয়েছে, তিনি পুরোপুরি নিরাপদ রয়েছেন। এই ঘটনার পর তার প্রচার শিবিরে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে, বিশেষ করে নির্বাচন সামনে রেখে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা বেরি ডোনাডিও বলেন, ‘একে-৪৭ খুবই শক্তিশালী অস্ত্র, যা দিয়ে অনেক দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করা যায়। এটা ভাগ্যের ব্যাপার যে, পরিস্থিতি আরও গুরুতর হয়নি।’

এ ঘটনার পর ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) এক বিবৃতিতে বলেন, ‘ট্রাম্প নিরাপদে আছেন জেনে আমি স্বস্তি পেয়েছি। সহিংসতার কোনো স্থান আমাদের সমাজে নেই।’

ট্রাম্প বর্তমানে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনের আগে তার গলফ মাঠে এই গোলাগুলির ঘটনা নিয়ে মার্কিন রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফ্লোরিডার পাম বিচের এই গলফ মাঠটি ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের কাছাকাছি অবস্থিত। এই রিসোর্টে ট্রাম্প প্রায়ই সময় কাটান এবং গলফ খেলে থাকেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাঙামাটি শহরে হামলা-সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৫০ শিরোনাম বিএনপির ত্রাণ তহবিলে জমা আছে ৭ কোটি টাকা শিরোনাম তীব্র গরমে সুস্থ থাকার উপায় শিরোনাম সমাবেশের ডাক ইমরান খানের, সবাইকে বেরিয়ে আসার আহ্বান শিরোনাম নতুন ফোন কিনছেন, জেনে নিন এ বিষয়গুলো শিরোনাম ইবিতে ভিসি নিয়োগের দাবিতে কুষ্টিয়া- খুলনা মহাসড়ক অবরোধ