ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চায় ইউক্রেন

Publish : 06:01 AM, 07 September 2024.
রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চায় ইউক্রেন

রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চায় ইউক্রেন

আন্তর্জাতিক :

রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে ইউক্রেন। শুক্রবার জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের (ইউডিসিজি) এক বৈঠকে এ অনুমতি চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

তিনি বলেন, যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার ওপর চাপ তৈরি করতে এই অনুমতি দরকার। আমাদের দূরপাল্লার সক্ষমতা দরকার। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে শুধু ইউক্রেনের বিচ্ছন্ন ভূখণ্ডে নয়, মূল ভূখণ্ডেও হামলা চালাতে পারা উচিত। যাতে করে রাশিয়া শান্তি আলোচনা করতে বাধ্য হয়।

জেলেনস্কি যখন জার্মানির ইউডিসিজির বৈঠকে যোগ দিলেন, তখন রুশ হামলায় ইউক্রেনের পোল্টাভা শহরের ৫৫ জন মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০০ জন।

যুদ্ধ শুরুর পর পশ্চিমারা ইতিমধ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে। কিন্তু তা দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দেয়নি। এই অবস্থায় জেলেনস্কির অনুরোধ কতটুকু কার্যকর হবে তা নিশ্চিত নয়।

বিবিসি বলছে, ইউডিসিজির বৈঠকে ইউক্রেনের জন্য ৬৫০টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বা লাইটওয়েট মাল্টিরোল মিসাইল (এলএএম) পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ৬ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করা সম্ভব।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ইউডিসিজি প্রতিষ্ঠা করা হয়। ইউক্রেনে অস্ত্র দেওয়া প্রায় ৫০টি দেশ নিয়ে গ্রুপটি গঠিত। ইতিমধ্যে গ্রুপটির কয়েকটি বৈঠক হয়েছে। এবারই প্রথম এই গ্রুপের বৈঠকে অংশ নেন জেলেনস্কি।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কলেজছাত্র হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা নির্দেশদাতা শিরোনাম বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে আলোচনা করেছে মার্কিন প্রতিনিধিদল শিরোনাম পশ্চিমবঙ্গের অচলাবস্থা কাটাতে ‘শেষ চেষ্টা’ মমতার শিরোনাম ত্রাণের ৯ কোটি টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা? শিরোনাম লঞ্চ হলো গুগল ওয়ান লাইট, খরচ কত? শিরোনাম সত্যিকারের বন্ধু চেনার উপায়