ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

ভয়াবহ বন্যার কবলে এশিয়া ও ইউরোপ

Publish : 06:19 AM, 16 September 2024.
ভয়াবহ বন্যার কবলে এশিয়া ও ইউরোপ

ভয়াবহ বন্যার কবলে এশিয়া ও ইউরোপ

আন্তর্জাতিক :

দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে গত সপ্তাহে আঘাত হানে টাইফুন ইয়াগি। এর প্রভাবে সৃষ্ট প্রবল ঝড়, বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ডে এ পর্যন্ত ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এদিকে ভয়াবহ বন্যায় পানির নিচে তলিয়ে গেছে মধ্য ও পূর্ব ইউরোপ। এতে ছয়জনের প্রাণহানি হয়েছে।

মিয়ানমারে বন্যায় এ পর্যন্ত ৭৪ জনের প্রাণহানি হয়েছে এবং আরও ৮৯ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে। বন্যায় ৬৫ হাজার বাড়ি ও পাঁচটি বাঁধ ধ্বংস হয়েছে। এ ছাড়া ২ লাখ ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে ভিয়েতনামে মারা গেছেন ২৫৪ জন।

দেশটির কৃষি মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এক আনুষ্ঠানিক প্রতিবেদনে জানান, এখনও ১২৮ জন নিখোঁজ আছেন। 

অন্যদিকে, ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে পড়েছে মধ্য ও পূর্ব ইউরোপ। প্রবল বৃষ্টিতে নদীগুলো আশপাশের সব অঞ্চলকে প্লাবিত করেছে। এতে স্থানীয়ভাবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভয়াবহ এ বন্যায় হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পোল্যান্ডে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া রোমানিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের গালাটি এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি মুহাম্মদ আব্দুল্লাহ শিরোনাম এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট শিরোনাম বাংলাদেশিসহ ২৪ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া শিরোনাম অ্যাপল সিডার ভিনেগার কি হজমের জন্য ভালো? শিরোনাম অনলাইন গণমাধ্যম ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিরোনাম ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু