ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে আলোচনা করেছে মার্কিন প্রতিনিধিদল

Publish : 10:32 PM, 17 September 2024.
বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে আলোচনা করেছে মার্কিন প্রতিনিধিদল

বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে আলোচনা করেছে মার্কিন প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগগুলোকে সহায়তার পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেছে সফরকারী উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল। 

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সোমবার (১৬ সেপ্টেম্বর) এ কথা জানানো হয়। 

মার্কিন দূতাবাসের এক মিডিয়া নোটে বলা হয়েছে, মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেছেন।

এতে বলা হয়, সফররত মার্কিন আন্তঃসংস্থা প্রতিনিধি দলটি ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গেও বৈঠক করেছেন।

মার্কিন প্রতিনিধি দলে ছিলেন—ট্রেজারি বিভাগের সহকারী সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু, ইউএসএআইডি এশিয়ার উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কাঊর ও মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

সফরকালে ইউএসএআইডি উন্নয়ন, শাসনব্যবস্থাকে শক্তিশালীকরণ, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি জনগণের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে আরো বেশি সুযোগ সৃষ্টিতে সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ২০ কোটির বেশি মার্কিন ডলারের একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে।

ইউএসএআইডি বাংলাদেশি জনগণের জীবনযাত্রার উন্নয়নে ২০২১-২০২৬ সাল পর্যন্ত প্রায় ১০০ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশের জনগণের জন্য অন্তর্বর্তী সরকারের অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক রূপরেখা পরিকল্পনার এ সময়ে তহবিলের এই নতুন কিস্তিটি সহায়ক হবে বলে দূতাবাসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি মুহাম্মদ আব্দুল্লাহ শিরোনাম এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট শিরোনাম বাংলাদেশিসহ ২৪ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া শিরোনাম অ্যাপল সিডার ভিনেগার কি হজমের জন্য ভালো? শিরোনাম অনলাইন গণমাধ্যম ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিরোনাম ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু