ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

লঞ্চ হলো গুগল ওয়ান লাইট, খরচ কত?

Publish : 07:52 AM, 17 September 2024.
লঞ্চ হলো গুগল ওয়ান লাইট, খরচ কত?

লঞ্চ হলো গুগল ওয়ান লাইট, খরচ কত?

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

অনেক দিন ধরেই গুগল ওয়ানের কম খরচের একটি প্ল্যান নিয়ে কাজ করছিল সংস্থাটি। অবশেষে লঞ্চ করা হয়েছে গুগল ওয়ান লাইট। এতে কম দামে ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে। 

কোম্পানিটি চলতি সপ্তাহেই নতুন প্ল্যান লঞ্চ করেছে। বর্তমানে শুধুমাত্র কিছু কিছু ব্যবহারকারী এই প্ল্যানটি পাবেন। তবে খুব শিগগিরই সবার জন্য প্ল্যানটি উন্মুক্ত করবে কোম্পানিটি। এছাড়াও, কিছু ব্যবহারকারী এই প্ল্যানটিতে ছাড় পাবেন। 

এই প্ল্যানটি গুগল ওয়ান-এর বেস প্ল্যানের থেকে কম দামে পাওয়া যাচ্ছে। ফ্রি ক্লাউড ছাড়াও গুগল ওয়ান লাইটে অন্য কোনও সুবিধা থাকবে না বলেই জানিয়েছে গুগল ওয়ান। 

এই প্ল্যানে কী সুবিধা পাওয়া যাচ্ছে?

গুগল ওয়ান লাইট-এ ৩০জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে। এর জন্য ৮৪ টাকা খরচ করতে হবে। তাছাড়া ৮৩৮ টাকায় এর বার্ষিক সাবস্ক্রিপশন কিনতে পারেন। কিছু ব্যবহারকারী বিশেষ ডিলও পেয়ে যাবেন। তবে এই সুবিধা শুধুমাত্র প্রথম মাসের সাবস্ক্রিপশনের সঙ্গেই পাওয়া যাবে। এতে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ দেওয়া হবে। এছাড়াও ৫ জনের মধ্যে স্টোরেজ শেয়ার করা যাবে। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি মুহাম্মদ আব্দুল্লাহ শিরোনাম এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট শিরোনাম বাংলাদেশিসহ ২৪ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া শিরোনাম অ্যাপল সিডার ভিনেগার কি হজমের জন্য ভালো? শিরোনাম অনলাইন গণমাধ্যম ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিরোনাম ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু