ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

কোপার ফাইনালে বিশৃঙ্খলার দায়ে গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবলপ্রধান

Publish : 06:46 AM, 16 July 2024.
কোপার ফাইনালে বিশৃঙ্খলার দায়ে গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবলপ্রধান

কোপার ফাইনালে বিশৃঙ্খলার দায়ে গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবলপ্রধান

স্পোর্টস ডেস্ক :

পর্দা নেমেছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের শুরুতেই ঘটে অপ্রীতিকর ঘটনা। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে টিকিট ছাড়াই মাঠে ঢোকার চেষ্টা করে অসংখ্য দর্শক। যার কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই নির্ধারিত সময়েরও প্রায় দেড়ঘণ্টা পরে শুরু হয় ফাইনাল ম্যাচ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুনকে।

কলম্বিয়ার ফুটবলপ্রধানের সঙ্গে তার ছেলে রামোন হামিল হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে। ম্যাচ শুরুর আগে বিশৃঙ্খলার দায়ে আরও ২৫ জনকে আটক করেছে মায়ামির পুলিশ।

মায়ামি-ডেইড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিন একটি বার্তা সংস্থাকে বলেন, ‘কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তার ছেলে রামোন হামিল হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে।’

ফাইনালের ভেন্যু মায়ামির হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘সবাই ইতোমধ্যে জানেন মায়ামিতে অনুষ্ঠিত ফাইনালে দর্শকরা (একটি অংশ) টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে চাওয়া নিয়ে ম্যাচ শুরু হয় দেরিতে। এর আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে দেরি এবং পরিস্থিতি বিচারে গেইটও বন্ধ করা হয়েছিল। এ নিয়ে কনমেবল হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছিল, তবে নিরাপত্তা নিয়ে তাদের সঙ্গে যে চুক্তিভিত্তিক দায়িত্ব ছিল সেটি ঠিকভাবে অনুসরণ করা হয়নি।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৩ বাংলাদেশি শিরোনাম চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ অবরোধ শিরোনাম তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ চায় বিএনপি: মির্জা ফখরুল শিরোনাম টাকা ছাপিয়ে এক্সিমকে হাজার কোটি টাকা বিশেষ ধার শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শিরোনাম ব্যাংক থেকে যত খুশি তোলা যাবে নগদ টাকা