ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

ব্যাংক থেকে যত খুশি তোলা যাবে নগদ টাকা

Publish : 01:37 PM, 08 September 2024.
ব্যাংক থেকে যত খুশি তোলা যাবে নগদ টাকা

ব্যাংক থেকে যত খুশি তোলা যাবে নগদ টাকা

নিজস্ব প্রতিবেদক :

ব্যাংক থেকে নগদ টাকা তোলার ক্ষেত্রে সীমা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যত খুশি নগদ টাকা তোলা যাবে ব্যাংক থেকে। 

শনিবার (৭ সেপ্টেম্বর) এবিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। রোববার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে।

সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত কর‌তে সীমা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক।

চলতি সপ্তাহে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা ছিলো পাঁচ লাখ টাকা। 

এর আগে, গত ১৭ আগস্ট অ্যাকাউন্ট থেকে নগদ উত্তোলনের সীমা ৩ লাখ টাকা বেঁধে দেওয়া হয়েছিল। তারও আগে গত ১০ আগস্ট বলা হয় অ্যাকাউন্ট থেকে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তারও আগে ৮ আগস্ট বৃহস্প‌তিবার এক লাখ টাকার বে‌শি নগদ উত্তোলন কর‌তে পা‌রে‌নি গ্রাহক।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কলেজছাত্র হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা নির্দেশদাতা শিরোনাম বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে আলোচনা করেছে মার্কিন প্রতিনিধিদল শিরোনাম পশ্চিমবঙ্গের অচলাবস্থা কাটাতে ‘শেষ চেষ্টা’ মমতার শিরোনাম ত্রাণের ৯ কোটি টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা? শিরোনাম লঞ্চ হলো গুগল ওয়ান লাইট, খরচ কত? শিরোনাম সত্যিকারের বন্ধু চেনার উপায়