ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৪
Banglar Alo

সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে তরুণদের আইকন ফায়ের জয়লাভ

Publish : 01:05 PM, 28 March 2024.
সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে তরুণদের আইকন ফায়ের জয়লাভ

সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে তরুণদের আইকন ফায়ের জয়লাভ

আন্তর্জাতিক ডেস্ক :

আফ্রিকার দেশ সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত জয় পেয়েছেন বিরোধী দলের  প্রার্থী বাসিরু দিওমায়ে ফায়ে। এবারের নির্বাচনে ফায়ে ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছেন বলে ডাকার আপিল আদালত জানিয়েছে।

স্থানীয় সময় গতকাল বুধবার আদালত জানায়, শতভাগ ভোট গণনা শেষে ফায়ে পেয়েছেন ৫৪ শতাংশের বেশি ভোট। আর এর মধ্যদিয়েই আশা করা হচ্ছে, শিগগিরই সেনেগালের সাংবিধানিক কাউন্সিল কর্তৃক এই ফলাফল চূড়ান্তভাবে নিশ্চিত হবে।

এদিকে নির্বাচনে ক্ষমতাসীন জোটের প্রার্থী আমাদু বা ৩৫ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। অন্যদিকে তৃতীয় অবস্থানে রয়েছেন আলিয়ু মামাদু। তিনি পেয়েছেন ২ দশমিক ৮ শতাংশ ভোট।

৪৩ বছর বয়সী ফায়ে সেনেগালের রাজনীতিতে নবাগত হিসেবে পরিচিত। তিনি দেশটির তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয়। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে ফায়ে হবেন সেনেগালের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট।

এর আগে গত ২৪ মার্চ সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। ভোটের দশ দিন আগে কারাগার থেকে মুক্ত হন ফায়ে। আর এরপরেই ভোটের মাঠে দেখিয়েছেন চমক। ভোটের ফলাফল জানার পর ফায়ে বলেন, তিনি সেনেগালে প্রচলিত রাজনৈতিক কাঠামো ভেঙে দিতে চান।

এদিকে নির্বাচনে জয়লাভের পর ফায়েকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদু বা। এছাড়াও তাকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ম্যাকি সাল। তিনি বলেন, এর মধ্য দিয়ে ‘সেনেগালের গণতন্ত্রের বিজয়’ রচিত হয়েছে।

উল্লেখ্য, ২০১২ ও ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছিলেন ম্যাকি সাল। তবে তিনি এবারের নির্বাচনে অংশ নেননি।

 
Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ৫০০ টাকা মুক্তিপণ নেওয়ায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার শিরোনাম গরমে পুড়ছে ফিলিপাইন, তাপমাত্রা ৫০ ডিগ্রি শিরোনাম ওজন বাড়িয়ে আক্ষেপ করছেন পরিণীতি শিরোনাম আইপিএলে ছন্দে ফিরেই সেরা দুইয়ে উঠে এলেন মোস্তাফিজ শিরোনাম দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শিরোনাম কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করল অ্যাস্ট্রাজেনেকা