ঢাকা, ২৭ জুলাই, ২০২৪
Banglar Alo

ধোনির প্রতি বেঙ্গালুরুর খেলোয়াড়দের ‘অভদ্রতায়’ ক্ষুব্ধ ভন

Publish : 07:18 AM, 20 May 2024.
ধোনির প্রতি বেঙ্গালুরুর খেলোয়াড়দের ‘অভদ্রতায়’ ক্ষুব্ধ ভন

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

হারতে হারতে খাদের কিনারায় চলে গিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর যেন কোনো এক জাদুর কাঠির স্পর্শ পেল তারা। দুর্দান্ত প্রত্যাবর্তনে পৌঁছে গেল আইপিএলের প্লে-অফে। গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়সহ এই যাত্রায় তারা জিতেছে টানা ৬ ম্যাচ।

চেন্নাইকে হারিয়ে উদযাপনে বেঙ্গালুরুর খেলোয়াড়রা ছিলেন বাঁধনহারা। এমনকি ভুলে গিয়েছিলেন ম্যাচশেষে প্রতিপক্ষ দলের সঙ্গে করমর্দনের কথা। তাই কিছুক্ষণ অপেক্ষা করে চেন্নাইয়ের ড্রেসিংরুমের দিকে চলে যান ম্যাচ হারের বেদনায় ভোগা মহেন্দ্র সিং ধোনি। শুধু আরসিবির সাপোর্ট স্টাফদের সঙ্গে করমর্দন করেন তিনি। আরসিবির খেলোয়াড়দের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। ধোনিকে অপেক্ষা করানোকে তিনি উল্লেখ করেছেন ‘অভদ্রতা’ হিসেবে।

ম্যাচের পর জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ভন উল্লেখ করলেন, বেঙ্গালুরুর খেলোয়াড়দের অসচেতনতার কথা। তিনি আরও জানিয়েছেন, তারা যদি জানতে পারে এটিই আইপিএলে ধোনির শেষ ম্যাচ হয়ে থাকবে, তাহলে কৃতকর্মের জন্য তাদের অনুশোচনা ছাড়া আর কিছুই করার থাকবে না। 

ভন বলেন, ‘খেলোয়াড়দের সচেতনতা দেখানোর যদি একটু সময় থাকত! আমরা জানি না, এটা যদি ধোনির শেষ ম্যাচ হয়... যেই খেলোয়াড়রা মাঠে দৌড়াচ্ছিল, উদযাপন করছিল তাদের উচিত ছিল সেটির (উপযাপন) জন্য একটু অপেক্ষা করা, কিংবদন্তি (ধোনি) দাঁড়িয়ে আছে। আমাদের সেখানে গিয়ে করমর্দন করতে হবে।’

ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘তোমরা আগে করমর্দন করো এবং তারপর তোমাদের উদযাপন করো। আমি এমন আরসিবি খেলোয়াড় হতে চাই না যে আগামীকাল সকালে ঘুম থেকে উঠে ভাববে ধোনি তার অবসর ঘোষণা করেছেন এবং আমাদের তার সঙ্গে প্রথমে হাত মেলানোর ভদ্রতা ছিল না।’

ধোনির বয়স এখন ৪২, কয়েকদিন পরই পা দেবেন ৪৩-এ। বিগত কয়েক মৌসুম ধরেই চলছে তার অবসর গুঞ্জন। যদিও এখনো দাপটের সঙ্গে খেলে চলছেন তিনি। এই মৌসুম শেষে অবশ্য তার অবসরের গুঞ্জন আরও জোড়ালো হয়েছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ইসরায়েলি হামলা থেকে বাঁচতে কারাগারে আশ্রয় শিরোনাম মা হারিয়েছেন ফারাহ খান শিরোনাম ‘নচিকেতা মহানায়ক পুরস্কার কেন পেল, ও তো অভিনয়ই করে না’ শিরোনাম নাটকীয় সেই ম্যাচের পর কী অবস্থা আর্জেন্টিনার, জানালেন কোচ শিরোনাম নতুন নির্বাচনের দাবি ড. ইউনূসের শিরোনাম দেশকে ভিক্ষুক জাতিতে পরিণত করতেই এই তাণ্ডব: প্রধানমন্ত্রী