সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ২০০
সুদানে বিদ্রোহী আধাসামরিক বাহিনী আরএসএফ এর হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন।সম্প্রতি হোয়াইট নাইল রাজ্যের গ্রামগুলোতে তারা এই হামলা চালায়। অঞ্চলটির এক অংশ আরএসএফ এবং অন্য অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
মানবাধিকার আইনজীবীদের সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স নেটওয়ার্ক জানিয়েছে, সুদানের আধাসামরিক বাহিনীখার্তুমের কাছে তিন দিন অভিযান চালিয়ে ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। অধিকার সংগঠনটি জানিয়েছে যে শত শত লোক আহত বা নিখোঁজ রয়েছেন এবং আরও শতাধিক মানুষ ‘মৃত্যুদণ্ড, অপহরণ, জোরপূর্বক গুম এবং লুটপাটের’ শিকার হয়েছেন।
আইনজীবীদের এই নেটওয়ার্ক জানিয়েছে যে হোয়াইট নাইল নদী পার হয়ে পালানোর চেষ্টা করার সময় আধাসামরিক বাহিনী গ্রামবাসীদের উপর গুলি চালায়। ফলে অনেক বেসামরিক ব্যক্তি নদীতে ডুবে যেতে পারেন, তাদের লাশ ভেসে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
তবে সেনা-সমর্থিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নসয়ে শিশুসহ মোট ৪৩৩ জন নিহত হয়েছে । একটি মেডিকেল সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিহতের প্রকৃত সংখ্যা জানা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কিছু মৃতদেহ এখনও রাস্তায় পড়ে আছে, অনেকে তাদের বাড়িতে নিহত হয়েছেন এবং তাদের কাছে কেউ পৌঁছাতে পারছে না।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, ‘অনেক নারীকে ধর্ষণ করা হয়েছে এবং শত শত পরিবারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে এমন ভয়াবহ প্রতিবেদন পাওয়া গেছে।’
দেশটির বিদ্রোহী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস - আরএসএফ এর হামলার লক্ষ্য ছিল রাজধানী থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে হোয়াইট নাইল রাজ্যের আল-কাদারিস এবং আল-খেলওয়াত গ্রাম।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। এই সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছেন। জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন ইনিশিয়েটিভ এর তথ্য অনুসারে, আড়াই কোটিরও বেশি মানুষ, অর্থাৎ সুদানের জনসংখ্যার প্রায় অর্ধেক, ‘চরম খাদ্য নিরাপত্তাহীনতার’ মুখোমুখি। আন্তর্জাতিক উদ্ধার কমিটি এটিকে মানব ইতিহাসে ‘এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় মানবিক সংকট’ বলেও অভিহিত করেছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com