ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

নদী খননের দাবিতে সড়ক অবরোধ

Publish : 01:04 AM, 22 February 2025.
নদী খননের দাবিতে সড়ক অবরোধ

নদী খননের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :

নেত্রকোনার সোয়াই নদীর ৪০০ মিটার খননের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। দুপুর দেড়টা পর্যন্ত চলে এ কর্মসূচি। এ সময় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালে বক্তব্য দেন– ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক অর্ক দত্ত, শিক্ষার্থী মো. ফাহিম, সৈয়দ এসএম রেজু, ইয়াসিন আরাফাত, সাদী আরিফিন, মো. আরিফ প্রমুখ।

আন্দোলনকারী শিক্ষার্থী ও নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, শ্যামগঞ্জ বাজারের পাশ দিয়ে প্রবাহিত সোয়াই নদীর দৈর্ঘ্য ৪৬ কিলোমিটার। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপরীত দিকের ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন সোয়াই নদীটি নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয়ে মগরা নদীতে মিলেছে। কালের বিবর্তনে পলি পড়ে ভরে গেছে এ নদী। এলাকাবাসীর দাবির মুখে পানি উন্নয়ন বোর্ড দুই বছর ধরে নদী পুনঃখনন করছে। দুটি প্যাকেজে ২৬ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে কাজ পায় মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং আমিন অ্যান্ড কোম্পানি নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। খনন কাজ শেষের দিকে। কিন্তু ইউনুস অ্যান্ড ব্রাদার্সের অধীনে শ্যামগঞ্জ বাজার-সংলগ্ন মইলাকান্দা এলাকা থেকে শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পর্যন্ত ৪০০ মিটার কাজ বাকি। এ অংশে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কসহ দুই পাশে ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। নদী খননের নকশায় কিছু জায়গা ব্যক্তিমালিকানাধীন। সিএস, বিআরএসসহ সব কিছুর বৈধ কাগজপত্র রয়েছে। তাই পানি উন্নয়ন বোর্ড বাধার মুখে খনন কাজে বিরত থাকে। 

বৃহস্পতিবার সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবরোধকারী শিক্ষার্থী ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেন। পানি উন্নয়ন বোর্ড বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক সারোয়ার জাহান জানান, ৪০০ মিটার অংশ খনন নিয়ে রয়েছে পক্ষ-বিপক্ষ। এক পক্ষের বাধার মুখে নদী খনন করা যায়নি। এ ছাড়া কিছু অংশ এক ব্যক্তির নামে; তাঁর কাগজপত্র রয়েছে। এর পরও দাবির পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি ২০ ফুট করে জায়গা দিতে চেয়েছিলেন। কিন্তু নানা কারণে এখন আর জায়গা দিতে রাজি হচ্ছেন না। তাই এ সমস্যা হয়েছে।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির বলেন, ‘খনন বাকি ৪০০ মিটার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অংশে। তবুও পরিস্থিতি শান্ত এবং জনদুর্ভোগ দূর করতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তারা সাত দিনের মধ্যে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেবেন; বলেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রিউমার স্ক্যানারের অনুসন্ধান : সিয়েরা লিওনের দ্বিতীয় সরকারি রাষ্ট্রভাষা বাংলা নয় শিরোনাম বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, যেসব সিদ্ধান্ত এলো শিরোনাম জকসু নির্বাচন চায় বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা শিরোনাম চলছে নির্মাতাদের নির্বাচন শিরোনাম এবার ফ্রান্স ও যুক্তরাজ্যের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প শিরোনাম চুপিচুপি বিয়ে সারলেন নার্গিস ফাখরি, পাত্র কে?