ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষ
গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসায় ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে ছাত্রদেরদুই পক্ষের সংঘর্ষে ১ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার রাতে টঙ্গীর গাজীপুরা এলাকায় সাম্প্রতিক ঘটে যাওয়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ নিয়ে টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসার দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং ছাত্র শিবিরের একটি ওয়ার্ডের সভাপতি ফজলে রাব্বি (১৯) তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টকে কেন্দ্র করে একই মাদ্রাসার ছাত্র মামুন ভূঁইয়া (২০) তাকে গাজীপুরা এলাকায় ডেকে নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় মামুন ভুইয়ার সঙ্গে আরও কয়েকজন এসে যোগ দিয়ে ফজলে রাব্বিকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করার অভিযোগ ওঠে।
পরবর্তীতে আহত ফজলে রাব্বিকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় আটকৃত মামুন ভুইয়া পুলিশকে জানান, তিনি এবং ফজলে রাব্বি একই মাদ্রাসায় লেখাপড়া করার সুবাদে একজন আরেকজনের পরিচিত। মামুন বলেন, তার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। ওই মেয়ের মোবাইলে ফজলে রাব্বি বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে উত্ত্যক্ত করতো। এরই সূত্র ধরে ফজলে রাব্বির সঙ্গে গাজীপুরা বাশপট্টি এলাকায় মামুন ভূইয়ার সংঘর্ষের ঘটনা ঘটে। মামুন ভূইয়া আরও জানায়, সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত না। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ছাত্রদল এবং ছাত্রশিবিরের সংঘর্ষ বলে প্রচার করা হচ্ছে।
তাৎক্ষণিক ঘটনার প্রতিবাদে তামিরুল মিল্লাত মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে বিক্ষোভ করেন এবং ঘটনা সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে হামলাকারী মামুন ভুইয়াকে তামিরুল মিল্লাত মাদ্রাসা শাখার ছাত্রশিবিরের সদস্যরা ছাত্রদলের সদস্য বলে দাবি করলেও গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম মিরন দাবি করেন, তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র মামুন ভুইয়া ছাত্রদলের সদস্য নয়। এমন কি এই ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। তাদের মধ্যে নারী গঠিত বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ছাত্রদলের উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে ঘটনা সম্পর্কে আটককৃত মামুন ভুইয়ার পুলিশকে দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com