‘এলোমেলো হাঁটার’ তিন মাস পর ছয় এএসপি চাকরিচ্যুত
সমাপনী কুচকাওয়াজের দু’দিন আগে এবার বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণরত ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরিচ্যুত করা হয়েছে। গত ২৬ নভেম্বর এলোমেলোভাবে হাঁটার অভিযোগে শিক্ষানবিশ ২৫ সহকারী পুলিশ সুপারকে শোকজ করা হয়। তার প্রায় তিন মাস পর ছয়জনকে অপসারণ করা হলো।
গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাদের অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া ছয় এএসপি হলেন–
মো. আশরাফউজ্জামান, মানস কির্ত্তনীয়া, শান্তু রায়, সোহেল রহমান, কাজী ফাইজুল করীম ও সঞ্জীব দেব। ৪০তম বিসিএসের যে ছয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে অপসারণ করা হয়েছে, তাদের একজন ফাইজুল করীম। তিনি ৪০তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন। কুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন অব্যাহতি পাওয়া এ কর্মকর্তা। আগামী রোববার এ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। সমাপনী কুচকাওয়াজের দু’দিন আগে তাদের চাকরিচ্যুত করা হলো।
গতকাল এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, উল্লিখিত ছয় সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১-এর ধারা ৬(২)(এ) অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এর আগে গত ১৫ ডিসেম্বর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শিক্ষানবিশ ২৫ এএসপিকে শোকজ করা হয়। সেই শোকজ নোটিশে বলা হয়েছিল, ২৬ নভেম্বর বিকেলে প্রশিক্ষণ চলাকালে তারা এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। তারা কটূক্তিমূলক কথা বলেন। এতে শৃঙ্খলাভঙ্গ ও প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়।
বিসিএস ৪০তম ব্যাচের ৬৩ জন ও ৩৮তম ব্যাচের তিনজনসহ মোট ৬৬ শিক্ষানবিশ এএসপি এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। ২৩ ফেব্রুয়ারি তাদের সমাপনী কুচকাওয়াজ। এর আগে দুই দফা এই কুচকাওয়াজের তারিখ পেছানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থি, যা অসদাচরণের শামিল। এমন কার্যকলাপ ও আচরণের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না– তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো।
এর আগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে কয়েক দফায় ৩১০ জন ক্যাডেট উপপরিদর্শককে (এসআই) শোকজ করার পর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এএসপিদের এটাই প্রথম অব্যাহতি।
জানা যায়, ২০২৩ সালের ২০ অক্টোবর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয় ৬৬ জন সহকারী পুলিশ সুপারের। এক বছর প্রশিক্ষণ শেষে গত বছরের ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে প্রশাসন। এরপর গত ২৪ নভেম্বর এই অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com