ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প

Publish : 10:28 PM, 20 February 2025.
জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প

জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে ‘নির্বাচন-বিহীন স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল জেলেনস্কিকে লক্ষ্য করে এমন মন্তব্য করেন তিনি। এর আগে জেলেনস্কি অভিযোগ করেন যে, ট্রাম্প একটি রাশিয়া-প্রভাবিত ‘ভুয়া তথ্য জগতে’ বাস করছেন।

২০১৪ সালে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়া দখল করে সেটিকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেয় রাশিয়া। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশটিতে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধ প্রথমবারের মতো অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণ করার এক মাসের মধ্যে সৌদি আরবে ওয়াশিংটন-মস্কো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।তবে এই বৈঠকে আমন্ত্রণ পাননি ইউক্রেনের কেউ।  

জেলেনস্কির আশঙ্কা, ট্রাম্প এমনভাবে যুদ্ধ শেষ করার চেষ্টা করছেন যা কিয়েভের চেয়ে মস্কোকে বেশি সুবিধা দেবে। ট্রাম্প অভিযোগ করেছেন, জেলেনস্কি ইউক্রেনে নির্বাচন আয়োজন করতে অস্বীকার করেছেন। নির্বাচন ২০২৪ সালের এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রুশ আগ্রাসনের পর তা বিলম্বিত হয়।

ট্রাম্প অবজ্ঞার সুরে জেলেনস্কিকে একটি ‘মোটামুটি সফল কৌতুকাভিনেতা’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, জেলেনস্কি ‘যুক্তরাষ্ট্রকে দিয়ে ৩৫ হাজার কোটি ডলার খরচ করিয়েছেন, এমন এক যুদ্ধে ঢুকেছেন যা জেতা সম্ভব না, যে যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না, যে যুদ্ধের সমাধান তিনি (জেলেনস্কি) যুক্তরাষ্ট্র এবং ‘ট্রাম্প’ ছাড়া কখনোই করতে পারবেন না।’

যুক্তরাষ্ট্রের নেতা গত বছর রাজনৈতিক বিতর্কের সময় ইউক্রেন যুদ্ধে জয়ী হোক, এ’কথা বলতে অস্বীকার করেন। তিনি বলেন, “তিনি (জেলেনস্কি) একটা জিনিসই ভাল করতেন, আর তা হল (যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো) বাইডেনকে বাদ্যযন্ত্রের মত বাজিয়ে সামরিক সাহায্য আদায় করতেন।”

ট্রাম্প বলেন, ‘আমি ইউক্রেনকে ভালবাসি, কিন্তু জেলেনস্কি অত্যন্ত বাজে কাজ করেছে, তার দেশ বিধ্বস্ত এবং লক্ষ লক্ষ মানুষ কোন প্রয়োজন ছাড়াই মারা গেছে – এবং সেটা চলছেই।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস শিরোনাম ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষ শিরোনাম শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল শিরোনাম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শিরোনাম নদী খননের দাবিতে সড়ক অবরোধ শিরোনাম কৃষিজমিতে বিসিকের শিল্পবর্জ্য