অভিষেকের কীর্তিময় সেঞ্চুরি, লজ্জার রেকর্ড গড়ে ইংল্যান্ডের হার
আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ভারতের জন্য ছিল স্রেফ নিয়মরক্ষার। তবে সমীকরণহীন ম্যাচেও উত্তাপ ছিল কনকাসন-সাব বিতর্কে। একাদশের বাইরে থাকা ১২ থেকে ১৫তম ক্রিকেটারকে ইমপ্যাক্ট সাব ঘোষণা করে সেই উত্তাপে ঘি ঢালেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তবে ম্যাচের বাইরে উত্তেজনা থাকলেও ম্যাচটি শেষ হয়েছে কোনো উত্তাপ ছাড়াই।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংলিশদের ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ওপেনার অভিষেক শর্মার ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংসে ২৪৭ রানের পাহাড়সম সংগ্রহ পায় ভারত। জবাব দিতে নেমে মাত্র ৯৭ রানেই অলআউট হয় ইংল্যান্ড।
টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ২৪৭ রানই ভারতের দলীয় সর্বোচ্চ। ইংল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডটা অবশ্য এখনো অস্ট্রেলিয়ার। ২০১৩ সালে ২৪৮ রান করেছিল অস্ট্রেলিয়া। এদিকে, বিশাল ব্যবধানে হেরে লজ্জার রেকর্ড ভেঙেছে ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে রানের হিসাবে ইংল্যান্ডের এটিই সবচেয়ে বড় হার। আগের রেকর্ডটাও ভারতের বিপক্ষেই ছিল। ২০১২ বিশ্বকাপে ৯০ রানের হার দেখেছিল ইংলিশরা।
১৩৫ রান করতে অভিষেক এদিন ছক্কা হাঁকিয়েছেন ১৩টি। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। আরও বেশ কয়েকটি রেকর্ডকে সঙ্গী করেছেন তিনি। ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও হয়ে গেল তার। এতদিন শুভমান গিলের ১২৬ রান ছিল ব্যক্তিগত সর্বোচ্চ। এদিন ৩৭ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন অভিষেক। যা রোহিত শর্মার ৩৫ বলে সেঞ্চুরির পর ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম।
এদিকে, ইংল্যান্ডের করা ৯৭ রানের অর্ধেকের বেশিই করেছেন ওপেনার ফিল সল্ট। ১০ ওভার ৩ বলে অলআউট হওয়া ইংলিশদের হয়ে ২৩ বলে ৫৫ রান করেছেন তিনি। ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন ভারতের মোহাম্মদ শামি। বল হাতে ২ উইকেট নিয়েছেন ব্যাটে আলো ছড়ানো অভিষেকও।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com