টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় ফের হারল বাংলাদেশ নারী দল। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছে টাইগ্রেসরা। এতে করে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নিগার সুলতানার দল।
আজ শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে ও ৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজ বোলারদের তোপে বাংলাদেশের কোনো ব্যাটারই ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ৪৩ বলে ৩৩ করে রান আউট হন অধিনায়ক নিগার। এছাড়া ওপেনার দিলারা আক্তার ২১ রান করেন।
ক্যরিবীয় বোলারদের মধ্যে ৩টি উইকেট পান জান্নাইলিয়া গ্লাসগো।
জবাবে ব্যাট করতে নেমে শাবিকা গাজনবীর অপরাজিত ২৭ ও গ্লাসগোর ২৫ রানে ভর করে জয় পায় স্বাগতিকরা।
বাংলাদেশ বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com