চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন ভূমিকায় বাবর
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যান বাবর আজম। স্বাভাবিকভাবে দলের ব্যাটিংয়ের গুরুদায়িত্বও তার কাঁধে।
গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এমন একজন ব্যাটসম্যানের পজিশন বদলানো যথেষ্ট ঝুঁকিপূর্ণই বটে, কিন্তু সেই ঝুঁকিই নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল।
চ্যাম্পিয়নস ট্রফিতে দলের ব্যাটিংয়ের প্রাণভোমরা বাবর আজমের ব্যাটিং পজিশন বদলাতে যাচ্ছে তারা। এমনকি তাকে তারা যে পজিশনে খেলাতে চায়, সে পজিশনে বাবর সর্বশেষ ব্যাটিং করতে নেমেছিলেন ৯ বছর আগে। পাকিস্তান ক্রিকেট দল বাবরকে মূলত ৩ নম্বর পজিশন বা ওয়ান ডাউন থেকে ওপেনিংয়ে নামাতে চাচ্ছে।
১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। এ টুর্নামেন্টে চোটের কারণে খেলতে পারছেন না পাকিস্তানের সম্ভাবনাময় তরুণ ওপেনার সাইম আইয়ুব। এখন তার জায়গায় ফখর জামানের সঙ্গে সৌদ শাকিল কিংবা বাবরের ওপেনিং করার কথা জানিয়েছে পিসিবি।
পিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নির্বাচক কমিটির সদস্য আসাদ শফিক বলেছেন, ‘ফখরের ওপেনিং সঙ্গী হতে পারেন বাবর আজম কিংবা সৌদ শাকিল। পরিবেশ, প্রতিপক্ষ ও ম্যাচের কৌশলের ওপর কে ওপেন করবে, সে বিষয়টি নির্ভর করছে।’
আসাদ এ সময় আরও যোগ করে বলেছেন, ‘টপ অর্ডারে দুই ব্যাটসম্যানই দারুণ সামর্থ্যবান। বাবর এ ভূমিকায় দারুণ অভিজ্ঞ, সে নিয়মিত টি-টোয়েন্টিতে ওপেন করে এবং কেপটাউন টেস্টে সাইম আইয়ুবের অনুপস্থিতিতে ওপেন করে দারুণ দুটি হাফ সেঞ্চুরিও করেছে।’
ওয়ানডেতে অবশ্য বাবরের ওপেনিংয়ের দৃষ্টান্ত খুঁজতে হলে অনেক পেছনে যেতে হবে। ২০১৫ সালে প্রথম ও শেষবারের মতো ওপেন করতে দেখা গিয়েছিল তাকে। সেবার দুই ম্যাচে ওপেন করে ২৬ রান করেছিলেন সাবেক এই অধিনায়ক।
১২৩ ওয়ানডের ক্যারিয়ারে বাবর সবচেয়ে বেশিবার ব্যাটিং করেছেন ৩ নম্বরে। এই পজিশনে ১০৪ ম্যাচ খেলে ৬০.১৭ গড়ে বাবর করেছিলেন ৫ হাজার ৪১৬ রান। এর বাইরে ৪ নম্বর পজিশনে ১৩ ম্যাচে এবং ৬ নম্বর পজিশনে ১ ম্যাচে ব্যাটিং করেছিলেন বাবর। এখন ৯ বছর পর আবার ওপেনিংয়ে ফিরে বাবর ছন্দ ধরে রাখতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com