আজীবন সম্মাননা পেলেন শচীন
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে আজীন সম্মাননা পেলেন শচীন টেন্ডুলকার। গতকাল শনিবার বোর্ডের অনুষ্ঠানে এই কিংবদন্তিকে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য ‘কর্নেল সিকে নাইডু’ সম্মাননা তুলে দেন বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি ও বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ।
অনুষ্ঠানেই শচীন জানিয়েছেন, তার জীবনে মূল্যবোধের কতটা গুরুত্ব। তিনি বলেন, ‘নব্বইয়ের দশকে দু’বছর আমার ব্যাটের কোনো স্পনসর ছিল না। তার পরেও মদ বা তামাকের বিজ্ঞাপন করিনি। কারণ, আমার জীবনে মূল্যবোধের বড় ভূমিকা রয়েছে। পরিবারের শিক্ষা সবসময় আমাকে সামনে নিয়ে যেতে সাহায্য করেছে।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেট না থাকলে এই ঘরে আমরা বসে থাকতাম না। এটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। আমাদের কাছে ব্যাট-বল আছে। শক্ত করে তাকে ধরে থাকতে হবে। মুঠো আলগা করলে চলবে না। যদি মুঠো আলগা হয় তা হলে ক্যারিয়ারও ধীরে ধীরে শেষ হয়ে যাবে।’
‘আমি শুধু বলব, মনঃসংযোগ ধরে রেখে এক লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কেরিয়ারে অনেক প্রলোভন আসবে। তাতে পা দিলে হবে না। সকলের আগে দেশ। তার জন্য খেলতে হবে। এখানে যারা আছে তাদের প্রত্যেকের মধ্যে এখনও অনেক ক্রিকেট বেঁচে আছে। সেটা কাজে লাগাতে হবে। কারণ, অবসরের পরে বুঝবে খেলার মাঠটা কত আনন্দের ছিল।’
১৯৮৯ সালে ভারতীয় দলে অভিষেকের পর ২০১৩ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলে অবসর নিয়েছিলেন শচীন। ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটের বাইরে যাননি শচীন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর তিনি। লেজেন্ডস লিগেও খেলতে দেখা যায় তাকে। অবসর নিলেও যে তিনি খেলাকে ছাড়তে পারেননি তা আরও এক বার বুঝিয়ে দিলেন ১০০টি শতরানের মালিক।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com