ঢাকা, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

শাহরুখপুত্র আরিয়ানকে নিয়ে উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান প্রেমিকা লেরিসা

Publish : 02:23 AM, 05 February 2025.
শাহরুখপুত্র আরিয়ানকে নিয়ে উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান প্রেমিকা লেরিসা

শাহরুখপুত্র আরিয়ানকে নিয়ে উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান প্রেমিকা লেরিসা

বিনোদন ডেস্ক :

বলিউড 'বাদশাহ' শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সব সময়ই থাকে আতশকাচের তলায়। দিনের পর দিন বড় পর্দায় যিনি দর্শকদের 'রোম্যান্স'-এর শিক্ষা দিয়েছেন, তার পুত্র কাকে মন দিয়েছেন, তা নিয়ে কৌতূহল সকলেরই। 

বিভিন্ন সময় বলিউডের নানা সুন্দরীর সঙ্গে নাম জড়িয়েছে আরিয়ানের। সেই তালিকায় কখনও উঠে এসেছেন নোরা ফতেহি, কখনও জড়িয়েছে অনন্যা পাণ্ডের নাম। দু'একবার উঠে এসেছে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার নাম। 

যদিও এখন শোনা যাচ্ছে, আরিয়ান মন দিয়েছেন ব্রাজিলের নাগরিক মডেল লারিসা বনেসিকে। আরিয়ানের বলিউডে অভিষেক ঘটতে চলেছে পরিচালক হিসেবে। সেই উপলক্ষে সম্প্রতি মুম্বাইয়ে হয়ে গেল এক অনুষ্ঠান। তারপরই লারিসা বার্তা দিলেন প্রেমিক আরিয়ানের উদ্দেশে।

বিনোদন জগতে পা রাখলেও অভিনয়ের বদলে ক্যামেরার পিছনে থেকে কাজ করতেই চাইছেন আরিয়ান। তার পরিচালিত সিরিজের নাম 'দ্য ব্যা***ডস্ অফ বলিউড'। এ ছবির চিত্রনাট্য লেখার কাজেও অনেকটা অবদান রয়েছে আরিয়ানের। গত দু'তিন বছর ধরেই এই কাজ করছিলেন তিনি। অবশেষে শাহরুখ-পুত্রের অভিষেক।

আরিয়ানের বলিউড অভিষেক নিয়ে উত্তেজিত লেরিসা। তিনি লেখেন, ‘এই বিশ্বের অন্যতম প্রতীক্ষিত শো। যেটা বানিয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ও এক নম্বর, এক ও অদ্বিতীয় আরিয়ান খান।’

লেরিসা যে আরিয়ানের জন্য খুশি সেটা বোঝাই যাচ্ছে। গত বছর থেকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে আরিয়ান ও লারিসাকে। ব্রাজিলের নাগরিক হলেও ভারতে বহু বছর ধরে কাজ করছেন তিনি। মডেলিংয়ের জগতে ভালই পরিচিতি তার। একাধিক খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপনের জন্য মডেলিং করেছেন তিনি।

বড় পর্দায় কাজ করেছেন লারিসা। ২০১১ সালে বলিপাড়ার ডেভিড ধওয়ানের পুত্র রোহিত ধওয়ানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'দেশি বয়েজ' ছবিটি। অক্ষয় কুমার এবং জন আব্রাহাম অভিনীত এই সিনেমার একটি গানে অভিনয় করেন লারিসা। 

'দেশি বয়েজ' সিনেমা দিয়ে বলিউডে কাজ শুরু করেন এই মডেল। বলিউডে অন্দরে বেশ পরিচিতি রয়েছে লারিসার। ইনস্টাগ্রামে আরিয়ান ছাড়াও সুহানা খানও অনুসরণ করেন তাকে। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসার ঘোষণা দিলেন হাসনাত শিরোনাম শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসির ৯ আসামিসহ সবাই খালাস শিরোনাম শাহরুখপুত্র আরিয়ানকে নিয়ে উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান প্রেমিকা লেরিসা শিরোনাম অ্যান্টার্কটিকায় দাপিয়ে বেড়াচ্ছে চীনা এআই রোবট-কুকুর শিরোনাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিবের পদ স্থগিত শিরোনাম গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প