অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়ায় একটি রেস্তোরাঁ উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। ঘটনা গত মঙ্গলবারের। কিন্তু উদ্বোধন অনুষ্ঠানে অংশ না নেওয়ায় অভিনেত্রী অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ এনেছেন আয়োজকরা।
জানা যায়, পারিশ্রমিকের অগ্রিম ৫০ হাজার টাকা নিয়েও উদ্বোধনে অংশ না নেওয়ায় বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগ পত্র জমা দিয়েছেন রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা।
অভিযোগ প্রসঙ্গে প্রিন্স রানা বলেন, ‘গত মঙ্গলবার অপু বিশ্বাসকে আমাদের “সোনার থালা” রেস্তোরাঁ উদ্বোধনের জন্য ১ লাখ টাকায় কনফার্ম করি। কথা ছিল এদিন ৩টায় সশরীরে উপস্থিত হয়ে তিনি রেস্তোরাঁটি উদ্বোধন করবেন। কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই তাকে আমরা ফোনে পাইনি। শেষ পর্যন্ত অপু বিশ্বাসের নাগাল না পেয়ে তাকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করা হয়।
তিনি আরও বলেন, ‘উদ্বোধন শেষ হওয়ার দেড় ঘণ্টা পর অপু বিশ্বাস ফোন দিয়ে জানতে চান কোথায় আসবেন। তখন তাকে বলি আমাদের অনুষ্ঠান এরই মধ্যে শেষ। আপনি ৫০ হাজার টাকা ফেরত পাঠান। তবে তিনি উল্টো বাকি ৫০ হাজার টাকা দাবি করেন।’
প্রিন্স রানা আরও অভিযোগ করেন, ‘রেস্তোরাঁ উদ্বোধন করতে আসবেন এমন একটি ভিডিওবার্তা দিতে বললেও তিনি সহযোগিতা করেননি। তার না আসায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। যে কারণে আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি।’
অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।
এদিকে, অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, ‘আসলে কামরাঙ্গীরচরের সেই অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে অনেক কিছুই হয়ে গেছে, তা সবারই জানা। যারা আয়োজক ছিলেন তারা শিল্পী সমিতিতে কী অভিযোগ করেছেন তা আমি জানি না। শুধু এতটুকু বলব, আমি শিল্পী তাদেরকে আমি চিনিও না। তারা কাজটির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে ১ লাখ টাকায় কনফার্ম করে।’
অভিযোগ প্রসঙ্গে এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমি যেহেতু ঢাকায় থাকি যে ক্ষেত্রে জ্যামের কারণে টাইমিং একটু এদিক ওদিক হতেই পারে। কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করে অনুষ্ঠানটি শেষ করে ফেলে আর আমার কাছে অগ্রিম দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চায়। আমি প্রফেশনাল মানুষ, আমি আমার পারিশ্রমিক চাই।’
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com