ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

কুম্ভের মোনালিসার সৌন্দর্য নিয়ে কী বললেন কঙ্গনা?

Publish : 11:01 PM, 30 January 2025.
কুম্ভের মোনালিসার সৌন্দর্য নিয়ে কী বললেন কঙ্গনা?

কুম্ভের মোনালিসার সৌন্দর্য নিয়ে কী বললেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক :

মহাকুম্ভের মালা বিক্রেতা মোনালিসার রূপে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। এ-ও শোনা যাচ্ছে, বলিউড থেকে নাকি প্রস্তাব এসেছে ষোড়শী সুন্দরীর কাছে!

শ্যামলা গায়ের রং, বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি। মহাকুম্ভের মালা বিক্রেতা মোনালিসার রূপে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। এ-ও শোনা যাচ্ছে, বলিউড থেকে নাকি প্রস্তাব এসেছে ষোড়শী সুন্দরীর কাছে। এ বার কঙ্গনা রনৌতও করলেন মোনালিসার সৌন্দর্যের তারিফ। পাশাপাশি বলিউডে শ্যামলা সুন্দরীদের অভাবের কথাও বললেন অভিনেত্রী। এই প্রসঙ্গে দীপিকা পাডুকোন, বিপাশা বসু, কাজলের মতো ‘ডাস্কি বিউটি’র নামও টেনে আনেন কঙ্গনা।

মোনালিসার একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন কঙ্গনা। তার সঙ্গে অভিনেত্রী লেখেন, “নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেটপাড়ার আকর্ষণ হয়ে উঠেছে মোনালিসা। ওর ছবি তোলার জন্য মানুষ যে ভাবে ওকে হেনস্থা করছে, তা মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপোলি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে? এক সময়ে অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায় এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?”

একটা সময়ে গায়ের রং শ্যামলা হলেও, কয়েক জন অভিনেত্রী প্রসাধনীর মাধ্যমে আজ ফর্সা হয়ে উঠেছে। কিন্তু তাঁদের মুখের মধ্যে আগের ঔজ্জ্বল্য নেই। মনে করেন অভিনেত্রী। তাই কঙ্গনার প্রশ্ন, “মোনালিসাকে যে ভাবে গ্রহণ করা হল, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছেন না দর্শক?”

উল্লেখ্য, ইতিমধ্যেই শোনা গিয়েছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। যদিও সবটাই মৌখিক। কিন্তু মোনালিসার নাকি শুটিং সেটে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। সেই ছবিতে অভিনেত্রী ছিলেন সারা আলি খান। পর্দার সামনে সারা, নেপথ্যে মোনালিসা! কিন্তু তাঁর সৌন্দর্যের কাছে নাকি ফিকে হয়ে যাচ্ছিলেন সারা। শেষমেশ নায়িকার জন্য মোনালিসার রূপটান মুছিয়ে দেন পরিচালক।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম সাজেকে কক্ষ না পেয়ে কটেজ ও রিসোর্টের বাইরে রাত যাপন শিরোনাম যানজট কাটাতে কোটি টাকা ব্যয়, তবুও কাটেনি দুর্ভোগ শিরোনাম অ্যাটলেটিকোর বিতর্কিত পেনাল্টিতে ড্র মাদ্রিদ ডার্বি শিরোনাম ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে লুটপাট চলছেই শিরোনাম দুদকের জালে বাংলাদেশ ব্যাংকের ৩৫ কর্মকর্তা