গাইতে গাইতে মঞ্চে অসুস্থ সোনু নিগম
তাঁর কণ্ঠে মুগ্ধ সারা পৃথিবী। বলিউডকে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন সোনু নিগম। সম্প্রতি পুনেতে একটি লাইভ পারফর্ম্যান্সের সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই নন্দিত শিল্পী। নিজেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি শেয়ার করেছেন। প্রথমে বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেননি শিল্পী। তবে পরে আর গান গাইতে পারছিলেন না যন্ত্রণায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কনসার্ট থেকে বেরিয়ে আসেন। তিনি যে পিঠের ব্যথায় একেবারে কাতর, তা তাঁর শেয়ার করা ভিডিওতেই স্পষ্ট। চিকিৎসার জন্য গাড়িতে তোলার সময় ব্যথায় কেঁদে ফেলেন। এরপর তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ‘ব্যাক পেইন’ কতটা গুরুতর ছিল, সেই যন্ত্রণার মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন গায়ক। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘জীবনের সবচেয়ে কঠিন দিন আমার কাছে। মনে হচ্ছে যেন মেরুদণ্ডে সুঁচ ফোটানো হচ্ছে।’ তারপরই যন্ত্রণায় কাতরাতে দেখা গেছে তাঁকে।
বিছানায় বিশ্রাম নিতে নিতে গায়ক বলেন, ‘স্টেজে পারফর্ম করার সময় আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি। যাইহোক, আমি কোনোভাবে সামলে উঠতে পেরেছি এবং আমার অনুষ্ঠান সেরেছি। আমি খুশি যে, আমার পারফরম্যান্স ভালো ছিল।’
অসুস্থতার সময় সোনু নিগমকে তাঁর টিমের সদস্যরা সাহায্য করেছেন। নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি। তবুও চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তিনি। সোনুর এই অবস্থা দেখে দুঃখপ্রকাশ করেছেন ভক্তরা। প্রিয় গায়কের পোস্টের কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘সোনু জি, ঈশ্বর আপনার মঙ্গল করুন, আপনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।’ কেউ বলেন, ‘নিজের যতœ নিও সোনুজি।’ শ্রোতাদের প্রত্যাশা পূরণ করা কর্তব্য বলেই মনে করেন সোনু। তাই ব্যথা নিয়েও ভক্তদের জন্য সেরাটা দিতে পেরে তিনি খুশি। পুনেতে পারফর্ম করার আগে সোনু আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, শিল্পী মাটিতে শুয়ে রেওয়াজ করছেন। ব্যথা নিয়েও তাঁর গানের চর্চায় কোনও কমতি নেই। ভক্তরাও প্রশংসায় ভরিয়েছেন শিল্পীকে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com