ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

পোষা প্রাণীর প্রতি যাদের ভালোবাসা রয়েছে এই কার্নিভাল শুধু তাদের জন্য

Publish : 02:30 AM, 06 February 2025.
পোষা প্রাণীর প্রতি যাদের ভালোবাসা রয়েছে এই কার্নিভাল শুধু তাদের জন্য

পোষা প্রাণীর প্রতি যাদের ভালোবাসা রয়েছে এই কার্নিভাল শুধু তাদের জন্য

বিনোদন ডেস্ক :

পেট কার্নিভালে অংশ নিচ্ছে এ সময়ের আলোচিত ব্যান্ড শিরোনামহীন এবং নন্দিত কণ্ঠশিল্পী, মডেল ও অভিনেতা তাহসান খান। সঙ্গে আরও থাকছে গানের দল ব্যান্ডউইথ। আগামী ১৭ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে ‘পেট কার্নিভাল উইথ লাইভ মিউজিক’ অনুষ্ঠানটি।

 এ আয়োজন করছে আরয়েস ও হেবি মেটাল টি শার্ট নামে দুটি প্রতিষ্ঠান। আয়োজকরা জানান, পোষা প্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য দত্তক, দায়িত্বশীল মালিকানা এবং অসহায় পশুদের উদ্ধারে তৎপরতায় তহবিল সংগ্রহ এবং এ কার্যক্রমের প্রচার ও সমর্থন আদায়ের উদ্দেশ্যে তাদের এই আয়োজন। দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহ করে এই কার্নিভালে অংশ নিতে পারবেন। আয়োজকরা আরও জানান, শুরুতে ১১ ফেব্রুয়ারি এ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। বেশ কিছু কারণে তা পিছিয়ে ১৭ ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে। এদিন দুপুর ২টায় দর্শকদের জন্য স্কুলে গেট খুলে দেওয়া হবে। সংগীতায়োজন পর্ব শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।  

কণ্ঠশিল্পী তাহসান খান বলেন, পোষা প্রাণীর প্রতি যাদের নিখাঁদ ভালোবাসা রয়েছে এবং যারা গান ভালোবাসেন, এই কার্নিভাল শুধু তাদের জন্যই। আমি আমার ব্যান্ডের সদস্যদের নিয়ে এতে অংশ নেব। সুরের মূর্ছনায় এ আয়োজনে বর্ণাঢ্য করে তোলার চেষ্টা করব। শিরোনামহীন ব্যান্ডের সদস্যদের কথায়, প্রাণিকুলের প্রতি ভালোবাসা জাগিয়ে এমন নজির খুব কমই চোখে পড়ে। তাই বিনোদনের মধ্য দিয়ে জনসচেতনতা গড়ে তোলার এই আয়োজন অন্যরকম এক উদাহরণ হয়ে থাকবে বলেই তাদের বিশ্বাস। ‘পেট কার্নিভাল উইথ লাইভ মিউজিক’ একই মত পোষণ করেছেন ব্যান্ডউইথ ব্যান্ডের সদস্যরা।

এদিকে পেট কার্নিভালে অংশ নেওয়া ছাড়াও শিরোনামহীনের ব্যান্ডের সদস্যরা পুরো মাসজুড়েই ব্যস্ত থাকবে একের পর এক কনসার্ট নিয়ে। একইভাবে নানা আয়োজনে ব্যস্ত তাহসান খান নিজেও।  

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম সাজেকে কক্ষ না পেয়ে কটেজ ও রিসোর্টের বাইরে রাত যাপন শিরোনাম যানজট কাটাতে কোটি টাকা ব্যয়, তবুও কাটেনি দুর্ভোগ শিরোনাম অ্যাটলেটিকোর বিতর্কিত পেনাল্টিতে ড্র মাদ্রিদ ডার্বি শিরোনাম ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে লুটপাট চলছেই শিরোনাম দুদকের জালে বাংলাদেশ ব্যাংকের ৩৫ কর্মকর্তা