বিদেশি সিনেমা মুক্তিতে জাহ্নবীর প্রতিবাদ
বক্স অফিসের সব রেকর্ড ইতোমধ্যে ভেঙে দিয়েছে ‘পুষ্পা টু’। সবাই যখন এই সিনেমা নিয়ে মেতে রয়েছেন, তখন সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের একটি পোস্ট।
‘পুষ্পা ২’-এর সাফল্য এবং উন্মাদনা এতটাই যে, বাকি সব সিনেমা এই মুহূর্তে ফিকে বলা চলে। এরই মধ্যে ‘ইন্টারস্টেলার’ পুনরায় মুক্তি পেলেও এই মুহূর্তে ভারতে কিছু দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।
এরই মধ্যে আল্লু অর্জুন এবং রাশ্মিকার সিনেমা ‘পুষ্পা ২’-এর নির্মাতারা সপ্তাহান্তের সব স্ক্রিন বুক করে রেখেছেন। সেই কারণে ‘ইন্টারস্টেলার’-এর ভক্তরা হতাশ। ঠিক সেই সময়ই ‘পুষ্পা ২’-এর পাশে দাঁড়ালেন জাহ্নবী। প্রশ্ন তুললেন, দেশের সিনেমা ছেড়ে পাশ্চাত্য ছবি নিয়ে কেন এত মাতামাতি ভক্তদের?
ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, “পুষ্পা ২’-ও তো সিনেমা। কেন আমরা পশ্চিমের মূর্তিপূজায় এত আচ্ছন্ন থাকব? আমাদের নিজের দেশের জিনিসকে কোথাও অযোগ্য প্রমাণ করা হয় এই ঘটনায়। আমরা নিজেদের সম্পদ ছেড়ে অন্যদের দেশের সৃষ্টিকে বেশি গুরুত্ব দিই, যা অত্যন্ত দুঃখজনক।”
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com