দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের জন্য বাছাই কমিটি গঠন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির সভাপতি মনোনিত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক। এছাড়া সদস্য হয়েছেন-হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগের জন্য সুপারিশ প্রদানের নিমিত্ত দুদক আইন ২০২৪-এর ৭ ধারা অনুযায়ী একটি বাছাই কমিটি গঠন করা হলো।
উক্ত কমিটি দুদক চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা প্রনয়ন করে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবেন।
অনূন্য ৪ জন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কাজে সহযোগীতা করবে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com