ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৪
Banglar Alo

আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন লিসান্দ্রো

Publish : 10:56 AM, 13 November 2024.
আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন লিসান্দ্রো

আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন লিসান্দ্রো

স্পোর্টস ডেস্ক :

দক্ষিণ আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচে ছিটকে গেছেন লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারকে চোটের কারণে জাতীয় দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে ডাক পেয়েছেন লঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এই খবর জানায়।

এর আগে গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে চোট পান মার্তিনেস। যদিও দলের ৩-০ গোলে জয়ের ওই ম্যাচে পুরো সময়ই খেলেন ২৬ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। তিনি কী ধরনের চোটে ভুগছেন, তা ক্লাব ও জাতীয় দল, কেউই জানায়নি।

আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে প্যারাগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

এদিকে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ম্যাচে প্যারাগুয়ে ১৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ও পেরু ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আসিফ নজরুলকে হেনস্তা, চাকরি হারাচ্ছেন স্টাফ শিরোনাম নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন শিরোনাম বসুন্ধরা গ্রুপের চাকরি ছাড়লেন শহীদ আবু সাঈদের দুই ভাই শিরোনাম আন্দোলন দমাতে ঢাকায় প্রথম ক্ল্যাশ গ্রেনেড ব্যবহার করে পুলিশ শিরোনাম ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান ড. ইউনূসের শিরোনাম সরকারের সঙ্গে ‘দ্বান্দ্বিক’ সম্পর্কে যাওয়ার সিদ্ধান্ত ছাত্র আন্দোলনের