আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন লিসান্দ্রো
দক্ষিণ আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচে ছিটকে গেছেন লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারকে চোটের কারণে জাতীয় দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে ডাক পেয়েছেন লঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।
গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এই খবর জানায়।
এর আগে গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে চোট পান মার্তিনেস। যদিও দলের ৩-০ গোলে জয়ের ওই ম্যাচে পুরো সময়ই খেলেন ২৬ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। তিনি কী ধরনের চোটে ভুগছেন, তা ক্লাব ও জাতীয় দল, কেউই জানায়নি।
আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে প্যারাগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
এদিকে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ম্যাচে প্যারাগুয়ে ১৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ও পেরু ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com