ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

ক্লাস চলাকালীন অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

Publish : 06:06 AM, 13 November 2024.
ক্লাস চলাকালীন অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

ক্লাস চলাকালীন অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক :

যশোরের মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। এ সময় হঠাৎ শিক্ষার্থীরা চুলকানি রোগে আক্রান্ত হয়। মুহূর্তের মধ্যে অনেক শিক্ষার্থীর হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থান ফুলে ওঠে। এই পরিস্থিতিতে অর্ধশতাধিক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এমন খবরে শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম হালদার জানান, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয়ের পাঠদান চলছিল। এ সময় শ্রেণি শিক্ষক অপর্ণা রানী জানান, ক্লাস চলাকালীন প্রথমে চার শিক্ষার্থী চুলকানিতে আক্রান্ত হয়। মুহূর্তের মধ্যে অধিকাংশ শিক্ষার্থীর হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে চুলকানো শুরু করে।

এক পর্যায়ে কয়েকজনের শরীর লাল বর্ণ হয়ে ফুলে যায়। পরবর্তী সময়ে অন্য শ্রেণির শিক্ষার্থীরাও আক্রান্ত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষকরা অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে অভিভাবকসহ উৎসুক জনতার ভিড় জমে যায়।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা ডা. তহমিনা ইসলাম এবং শিশুরোগ বিশেযজ্ঞ ডা. জেসমিন সুমাইয়া জানান, প্রাথমিক চিকিৎসার পর শিক্ষার্থীরা সুস্থ হয়েছে। পরে খবর পেয়ে ইউএনও নিশাত তামান্না ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু মুত্তালিব মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি এক ধরনের গণমনস্তাত্ত্বিক রোগ। তবে বিষয়টি উদ্ঘাটনে ইউএনওর নির্দেশনায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন রশিদসহ তিন সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফায়ার ফাইটার নিহতের দায় নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন শিরোনাম ফেনী জেলা যুবদলের কমিটির পদ পেতে জোর লবিং শিরোনাম বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ শিরোনাম ভয় পেলেন না সোনাক্ষী-জহির, ক্যামেরার সামনেই ঘটালেন সাহসী কাণ্ড! শিরোনাম আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা