ঢাকা, ০৮ নভেম্বর, ২০২৪
Banglar Alo

আগাম নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত: জার্মান প্রেসিডেন্ট

Publish : 09:37 PM, 07 November 2024.
আগাম নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত: জার্মান প্রেসিডেন্ট

আগাম নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত: জার্মান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :

জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করার পর কার্যত পতন ঘটেছে চ্যান্সেলর ওলাফ শোলৎজের নেতৃত্বাধীন সরকারের। 

জার্মানিতে অর্থমন্ত্রী লিন্ডনারকে বরখাস্ত করেছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস। এর জেরে এফডিপি সব মন্ত্রীকে তুলে নিয়েছে। ফলে পতনের মুখে থাকা সরকারকে টিকিয়ে রাখতে পার্লামেন্টে আস্থা ভোটের তারিখও ঘোষণা করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ।

এদিকে এই জটিলতার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ওয়ালটার স্টেইনমেয়ার জানিয়েছেন, আগাম নির্বাচনের তফসিল ঘোষণার জন্য তিনি প্রস্তুত। বৃহস্পতিবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন কৌশল-চাতুরির সময় নয়, বরং যুক্তি এবং দায়িত্বপালনের সময়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরদিন বুধবার জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করেন জার্মানির চ্যান্সেলর এবং দেশটিতে ক্ষমতাসীন জোট সরকারের প্রধান ওলাফ শোলৎজ। তার এই পদক্ষেপের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে পতন ঘটে জোট সরকারের।

২০২১ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন জার্মানির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টির শীর্ষ নেতা শোলৎজ। নির্বাচনে জয়ে পর ফ্রি ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি অব জার্মানি—দুই দলকে সঙ্গে নিয়ে ত্রিদলীয় জোট সরকার গঠন করেন তিনি। পদচ্যুত অর্থমন্ত্রী লিন্ডনার ফ্রি ডেমোক্রেটিক পার্টির নেতা ছিলেন।

মূলত বাজেট নীতি ও জার্মানির অর্থনীতির গতিমুখ নিয়ে জোট সরকারের তিন শরিকের মধ্যে গত কয়েক মাস ধরে যে বিবাদ চলছে, তার জেরেই বুধবার লিন্ডনারকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন শোলৎজ।

বুধবার শোলৎজ জানিয়েছেন, বাজেট নিয়ে বিতর্কের মধ্যে লিন্ডনারের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী মনোভাবের জন্য তাকে পদচ্যুত করেছেন তিনি। তার অভিযোগ, এই মন্ত্রী দেশের চেয়েও দলকে প্রাধান্য দেন এবং মিথ্যা অজুহাতে আইন আটকে রাখেন।

সাংবাদিকদের শলজ বলেন, আমাদের এমন একটি সরকার দরকার যারা কাজ করতে পারবে, আমাদের দেশের জন্য যারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।

সরকার টিকিয়ে রাখতে আগামী ১৫ জানুয়ারি পার্লামেন্টে আস্থা ভোট হবে বলে ঘোষণাও দিয়েছেন তিনি।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম এবারও এমবাপ্পেকে ছাড়াই দল ঘোষণা ফ্রান্সের শিরোনাম ‘কমলার বনবাস’ ও ‘ট্রাম্পের জয়’, তারকাদের মতামত শিরোনাম সুইজারল্যান্ডের বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল শিরোনাম যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন : কেন হার কমলার, কোন মন্ত্রে ট্রাম্পের জয় শিরোনাম সব প্রস্তুতি সেরেও বিদেশ যাচ্ছেন না খালেদা জিয়া শিরোনাম জম্মু-কাশ্মীরের বিধানসভায় ধস্তাধস্তি