‘কমলার বনবাস’ ও ‘ট্রাম্পের জয়’, তারকাদের মতামত
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর ১০ হাজারেরও বেশিবার 'কমলার বনবাস' ও 'ট্রাম্পের জয়' ট্রেন্ডি শব্দগুলো নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশি নেটিজেনরা। এখানে সরব হয়েছেন দেশের অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, পরিচালকসহ অনেকে।
কেউ কেউ যুক্তরাষ্ট্র থেকেই ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন। অনেকেই ট্রাম্পকে নির্বাচনে জেতার জন্য সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ও বাংলাদেশের তারকাদের মতামত নিয়ে আজকের আনন্দ বিনোদনের আয়োজন।
‘‘কমলার বনবাস।’ আমেরিকায় কে জিতল না জিতল তাতে আমাদের কিছু যাবে-আসবে না। ওদের পররাষ্ট্রনীতি একই থাকবে সবসময়। ওরা নিজেদের দেশের স্বার্থের বাইরে কিছুই দেখবে না।’বিজরী বরকতউল্লাহ, অভিনেত্রী
‘ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার একটা মিল আছে। তাই তাকে ভালো লাগে। তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প (মডেল)। তিনি এ দেশে যে ভিসায় থাকেন, আমিও সে ভিসায় থাকি।’
দিনাত জাহান মুন্নী, গায়িকা
‘আমেরিকার বিরুদ্ধে যে যত কথাই বলেন না কেন, অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে!’
শামীম শাহেদ, অভিনেতা
‘আমেরিকানরা নারীবাদ নিয়ে সবচেয়ে বেশি কথা বলে, অথচ তারাই কখনো নারী নেতৃত্ব চায় না, কী সার্কাস।’
ইরফান সাজ্জাদ, অভিনেতা
আবারও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে হলিউডের অনেক মানুষ চিন্তিত ছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে পারবেন কি-না। রাত শেষ হওয়ার আগেই ট্রাম্প একাধিক রাজ্যে জিতেছিলেন।
সেই খবরে হলিউডের অনেক তারকাই উদ্বিগ্ন ছিলেন। কারণ শোবিজের সবচেয়ে বড় অংশটি এবার কমলা হ্যারিসের পক্ষেই প্রচারণায় সরব ছিলেন। কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোটে বড় ব্যবধানে পরাজিত করেছেন ট্রাম্প। ফলে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের দখল পাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com