ক্রিকেটার সাকিব ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
ক্রিকেট তারকা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাদের কয়েকজন সহযোগীর হিসাবও জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত মাসের শেষের দিকে তাদের হিসাব রয়েছে, এমন ব্যাংকগুলোর কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে জব্দের আদেশ দিয়েছে।
এর আগে গত ২ অক্টোবর সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছিল বিএফআইইউ। তাদের লেনদেন পর্যালোচনায় অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় তাদের হিসাব জব্দ করা হয় বলে জানান ইউনিটটির একজন কর্মকর্তা।
জানা যায়, আগামী ৩০ দিন এসব হিসাবে সাকিব আল হাসান এবং অন্যরা কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। প্রয়োজনে লেনদেন স্থগিত রাখার এ সময় বাড়ানো হবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর থেকে দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের ব্যাংক হিসাব জব্দ বা স্থগিত করা হচ্ছে। সেই প্রক্রিয়ায় এবার সাকিব আল হাসান, তার স্ত্রী ও ব্যবসায় সহযোগীদের হিসাব জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com