ঢাকা, ০৮ নভেম্বর, ২০২৪
Banglar Alo

টাকা না পেয়ে সাভারে ন্যাশনাল ব্যাংকে ক্ষুব্ধ গ্রাহকদের তালা

Publish : 09:28 PM, 07 November 2024.
টাকা না পেয়ে সাভারে ন্যাশনাল ব্যাংকে ক্ষুব্ধ গ্রাহকদের তালা

টাকা না পেয়ে সাভারে ন্যাশনাল ব্যাংকে ক্ষুব্ধ গ্রাহকদের তালা

নিজস্ব প্রতিবেদক :

ন্যাশনাল ব্যাংকের সাভার শাখায় গতকাল বৃহস্পতিবার তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা। দিনের পর দিন ঘুরেও টাকা না পেয়ে ব্যাংকের ভেতরে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, দিনের পর দিন টাকা না পেয়ে গ্রাহকরা মারমুখী হয়ে উঠেছেন। তবে আমরা নিরুপায়। ক্যাশে টাকা না থাকায় গ্রাহকদের টাকা দিতে পারছি না।

সূত্র জানায়, সপ্তাহের শেষ কর্ম দিবসে বৃহস্পতিবার ব্যাংক খোলার সঙ্গে সঙ্গেই টাকা উত্তোলনে সাভার বাজার রোডে ব্যাংকের শাখায় হুমড়ি খেয়ে পড়েন গ্রাহকরা।

তাদের অভিযোগ, দিনের পর দিন ঘুরেও ন্যূনতম ৫ হাজার টাকাও নিজেদের হিসাব থেকে তুলতে পারছেন না তারা।

রাজাবাড়ি থেকে আসা এক গ্রাহক অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন জানান, পরিবারের সঞ্চয়ের ৩০ লাখ টাকা এই শাখায়। এখন জরুরি প্রয়োজন একটি টাকাও তুলতে পারছি না।

টঙ্গী থেকে আসা আরেক গ্রাহক সাথী বেগম জানান, তিনি সৌদি প্রবাসী। সেখান থেকেই এ শাখায় ৬ লাখ টাকা পাঠিয়েছিলেন। ব্যাংকের সংকটের কথা শুনে সৌদি আরব থেকে ছুটে এসেছেন টাকা তুলতে। দিনের পর দিন ঘুরেও একটি টাকাও তুলতে পারেননি।

ন্যাশনাল ব্যাংকের সাভার শাখার ব্যবস্থাপক মো. হাসিনুর রহমান বলেন, আমরা গ্রাহকদের আস্থা হারিয়েছি। আস্থা বাড়াতে হলে গ্রাহককে টাকা দিতে হবে। সেই টাকা আমি দিতে পারছি না। কারণ ডিপোজিট জমার পরিমাণ শূন্য। অধিকাংশই তাদের মেয়াদি আমানত মেয়াদ পূর্তির আগেই ভেঙে ফেলছেন। তাতে কিন্তু লাভ হচ্ছে না। কারণ ভেঙে ফেললেও আমি টাকা দিতে পারছি না। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক যে সাপোর্ট দিচ্ছে, সেটা মহাসমুদ্রে দুই ফোঁটা জলের মতো। ব্যাংকার হিসেবে আমরা অভিশপ্ত জীবন অতিক্রম করছি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকে ৫ হাজার কোটি টাকা দিলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব। নইলে এই ব্যাংক তলিয়ে যাবে।

সূত্রমতে, ন্যাশনাল ব্যাংকের সাভার শাখায় আমানতের পরিমাণ ২৬০ কোটি টাকা। আমানতনির্ভর এ শাখায় ঋণের স্থিতি মাত্র ২৬ কোটি টাকা। যার ৪২ ভাগই খেলাপি।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম এবারও এমবাপ্পেকে ছাড়াই দল ঘোষণা ফ্রান্সের শিরোনাম ‘কমলার বনবাস’ ও ‘ট্রাম্পের জয়’, তারকাদের মতামত শিরোনাম সুইজারল্যান্ডের বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল শিরোনাম যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন : কেন হার কমলার, কোন মন্ত্রে ট্রাম্পের জয় শিরোনাম সব প্রস্তুতি সেরেও বিদেশ যাচ্ছেন না খালেদা জিয়া শিরোনাম জম্মু-কাশ্মীরের বিধানসভায় ধস্তাধস্তি