ঢাকা, ২২ অক্টোবর, ২০২৪
Banglar Alo

হামাসপ্রধানের মাথায় চালানো হয় গুলি, কেটে নেওয়া হয় আঙুল

Publish : 08:29 AM, 19 October 2024.
হামাসপ্রধানের মাথায় চালানো হয় গুলি, কেটে নেওয়া হয় আঙুল

হামাসপ্রধানের মাথায় চালানো হয় গুলি, কেটে নেওয়া হয় আঙুল

আন্তর্জাতিক :

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে গাজার দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১৮ অক্টোবর) হামাসের পক্ষ থেকেও ইয়াহিয়া সিনওয়ারের নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। এবার সিএনএন ও বিবিসি সিনওয়ারকে কীভাবে হত্যা করা হয়েছে সেই তথ্য জানিয়েছে। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বিবিসি বলছে, আইডিএফ- এর ৮২৮তম বিসলামাক ব্রিগেডের একটি ইউনিট বুধবার রাফাহ অঞ্চলের তাল আল-সুলতান এলাকায় টহল দিচ্ছিল। তারা তিনজন সশস্ত্র ব্যক্তি চিহ্নিত করে এবং তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। তাদের সবাই নিহত হয়। সেই সময় সংঘর্ষটি বিশেষ কিছু মনে হয়নি এবং সেনারা বৃহস্পতিবার সকালের আগ পর্যন্ত ঘটনাস্থলে ফিরেও যায়নি। 

বৃহস্পতিবার যখন মরদেহ পরীক্ষা করা হচ্ছিল তখন একজনের সঙ্গে হামাসের নেতার অদ্ভুত ধরনের মিল লক্ষ্য করা যায়। তবে আত্মঘাতী কোনো ফাঁদ থাকার ঝুঁকি বিবেচনায় দেহটি সেখানে রেখেই দেওয়া হয়। 

সিএনএন বলছে, মৃতদেহটি সিনওয়ারের কিনা তা নিশ্চিত করতে আঙুল কেটে নেওয়া হয়। 

সিনওয়ারের লাশের ময়নাতদন্তকারী ইসরায়েলের প্রধান প্যাথলজিস্ট চেন কুগেল বলেছেন, হামাস নেতা মাথায় গুলির আঘাতে নিহত হয়েছেন। সিনওয়ারের মৃত্যুর সার্টিফিকেটে স্বাক্ষরকারী চেন কুগেল সিএনএনকে এক সাক্ষাৎকারে জানান, মাথায় গুলিবিদ্ধ ছাড়াও হামাসের এই নেতা মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন। 

বর্তমানে সিনওয়ারের লাশ ইসরায়েলের কাছে আছে বলে জানিয়েছে সিএনএন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে এখন সিনওয়ারের মৃতদেহ দর কষাকষি হিসেবে ব্যবহার হতে পারে। স্থানীয় এক মিডিয়ার খবরে বলা হয়েছে, ইসরায়েলে গোপন স্থানে সিনওয়ারের লাশ রাখা হয়েছে। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা : তেল আবিবে জরুরি অবস্থা, বেন গুরিয়নে উড়োজাহাজ চলাচল বন্ধ শিরোনাম উপদেষ্টা, সমন্বয়কের প্রতিক্রিয়া শিরোনাম যাত্রাবাড়ীতে ‘জেগে’ আছেন শহীদরা শিরোনাম নির্বাচনের দিন ঠিক করে কাজ-কর্ম শুরু করুন: নীরব শিরোনাম গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১০ শিরোনাম ব্যারিস্টার সুমন এতদিন কোথায় ছিলেন?