ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

পাকিস্তানের হয়ে আর খেলার ইচ্ছা নেই: শোয়েব মালিক

Publish : 09:14 AM, 26 July 2024.
পাকিস্তানের হয়ে আর খেলার ইচ্ছা নেই: শোয়েব মালিক

পাকিস্তানের হয়ে আর খেলার ইচ্ছা নেই: শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক :

টেস্ট ও ওয়ানডে থেকে আগেই অবসর নিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। শুধুই টি-টোয়েন্টি খেলে যাচ্ছিলেন ৪২ বছর বয়সী এই তারকা। তবে পাকিস্তানের ছোট সংস্করণের দলেও দীর্ঘদিন ধরে নেই তিনি। এবার জানিয়ে দিলেন, কোনো সংস্করণেই আর পাকিস্তানের জার্সি গায়ে চাপাবেন না তিনি।

সম্প্রতি ‘ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব মালিক জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন তিনি। পাকিস্তানের হয়ে খেলার প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, ‘না, আমি এত বছর ধরে খেলার পরে খুশি ও সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে আর খেলার ইচ্ছা নেই আমার।’

শোয়েব আরও বলেন, ‘আমি এরই মধ্যে অন্য দুই সংস্করণ (টেস্ট ও ওয়ানডে) থেকে অবসর ঘোষণা করেছি। আমি লিগ ক্রিকেট খেলছি এবং আমার সময় উপভোগ করছি। আমি যখনই খেলার সুযোগ পাই, আমি এর পূর্ণ ব্যবহারের চেষ্টা করি।’

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের প্রশ্নে শোয়েব মালিক বলেন, ‘আমার কোনো ইচ্ছা নেই কিন্তু আমি আমার আগের সাক্ষাৎকারে বলেছি, আমি একবারেই শেষবারের মতো সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেব।’

পাকিস্তানের হয়ে ১২৪ টি-টোয়েন্টি ম্যাচে ২ হাজার ৪৩৫ রান করেছেন শোয়েব। ৯টি ফিফটি, ১২৫.৬৪ স্ট্রাইকরেট ও ৩১.২১ গড়ে এই রান করেছেন ৪২ বছর বয়সী এই তারকা। এই সংস্করণে ২৮টি উইকেটও আছে তার। 

ঘরোয়া টি-টোয়েন্টিতে ৫৪২ ম্যাচে ১৩ হাজার ৩৬০ রান আছে শোয়েবের। ৮৩টি ফিফটিও আছে তার। বর্তমানে ক্রিস গেইলের পর টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান শোয়েবেরই। ৪৬৩ ম্যাচে ম্যাচে গেইলের ব্যাটে এসেছে ১৪ হাজার ৫৬২ রান।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শিরোনাম ব্যাংক থেকে যত খুশি তোলা যাবে নগদ টাকা শিরোনাম নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনের প্রস্তাব শিরোনাম উপকূলে ঝড়ের শঙ্কায় তিন নম্বর সতর্ক সংকেত শিরোনাম স্টোরিতে কমেন্ট করার সুবিধা চালু করলো ইনস্টাগ্রাম শিরোনাম হাসপাতালে দীপিকা, আজই হতে পারেন সন্তানের মা!