ঢাকা, ২৭ জুলাই, ২০২৪
Banglar Alo

সুনামগঞ্জে আইডিইবির সংবাদ সম্মেলন

Publish : 05:24 AM, 16 May 2024.
সুনামগঞ্জে আইডিইবির সংবাদ সম্মেলন

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

কারিগরি শিক্ষাকে মর্যাদা দেওয়া ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা দেওয়ার উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ‘যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের’ প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সুনামগঞ্জ জেলা শাখা।

আজ বুধবার বিকেলে সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনয়াতনে আইডিইবির সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায় ও চার দফা দাবি তুলে ধরেন।

আইডিইবির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান নয়নের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় মেধার অপচয়রোধ ও প্রশাসনে শ্রেণি স্বার্থ দ্বন্দ্ব নিরসনে এবং রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধে পেশা পরিবর্তনের আত্মঘাতি সিদ্ধান্ত রাষ্ট্রীয় আইনি কাঠামোর মাধ্যমে বন্ধ করা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট এবং পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলীদেরকে সহকারী প্রকৌশলীদের ন্যায় ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার দিয়ে ২ বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ প্রদানে চার দফা দাবি জানানো হয়।

এ সময় আইডিইবি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আজিজুল সিকদার, প্রকৌশলী কালীকৃষ্ণ পাল, সব্যসাচী দত্ত ও মো. আনিসুর রহমানসহ অন্যান্য প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাগড়ে লঘুচাপ, ৮ বিভাগে সতর্কবার্তা শিরোনাম পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে শিরোনাম প্রেমের শহরে অলিম্পিকের বর্ণিল উদ্বোধন শিরোনাম আবু সাঈদ নিহতের ঘটনায় মামলা নিয়ে পুলিশের লুকোচুরি শিরোনাম বদলে যাচ্ছে ব্রিটেনের ইসরায়েল নীতি : নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় আপত্তি তুলে নেওয়া হচ্ছে শিরোনাম কোটা সংস্কার আন্দোলন : চিকিৎসাধীন তিনজনের মৃত্যু, নিহত বেড়ে ২০৬