ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

শেখ হাসিনার নির্দেশে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে: সমন্বয়ক তারিকুল

Publish : 02:28 AM, 19 February 2025.
শেখ হাসিনার নির্দেশে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে: সমন্বয়ক তারিকুল

শেখ হাসিনার নির্দেশে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে: সমন্বয়ক তারিকুল

রাজনৈতিক প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেছেন, বিচারের আগে শেখ হাসিনা ও তার দোসরদের এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি- খুনিরা এখনও অধরা। তারা পতিত স্বৈরাচার হাসিনার নির্দেশে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। নতুন বাংলাদেশে খুনি শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে না।

সোমবার রাতে কুমিল্লায় নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সহায়তা ও পরিচিতি সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি।

তারিকুল বলেন, ৭২’র সংবিধান একটি ফ্যাসিস্ট সংবিধান। এ সংবিধানের অধীনে যে নির্বাচিত হবে সেই ফ্যাসিস্টে পরিণত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আমরা সরাতে চেয়েছিলাম। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। আমরা এমন একটি নতুন রাজনৈতিক দল গঠন করব যার মাধ্যমে এ দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে। আমরা মনে করি- তরুণ প্রজন্ম জেগে উঠেছে। তরুণ প্রজন্মের নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে। যারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাই আগামীতে এই দেশের নেতৃত্ব দেবে।

তিনি আরও বলেন, বর্তমান কলুষিত রাজনীতির কারণে ভালো মানুষেরা রাজনীতিমুখী হচ্ছে না। এ কাঠামো পরিবর্তন করতে হবে। আমরা যেভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছি আগামী দিনগুলোতে নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে তেমনি সব অপশক্তিকে মোকাবিলা করব। আমরা নতুন রাজনৈতিক দল গঠন করে দেশের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করব। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে দেশ ও জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যাব। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হানের সভাপতিত্বে ও সদস্যসচিব রাশেদুল হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সদস্য ইফফাত জাহানারা নাদিয়া, সমন্বয়ক রাসেল মাহমুদ ও মাহমুদুল হাসান প্রমুখ। 

অনুষ্ঠান শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৩০ জনকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস শিরোনাম ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষ শিরোনাম শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল শিরোনাম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শিরোনাম নদী খননের দাবিতে সড়ক অবরোধ শিরোনাম কৃষিজমিতে বিসিকের শিল্পবর্জ্য