ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

গণ অভ্যূত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই

Publish : 10:51 AM, 01 February 2025.
গণ অভ্যূত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই

গণ অভ্যূত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই

নিজস্ব প্রতিবেদক :

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমি দেশের জনগনকে বলি গতানুগতিকভাবে যদি এদেশে রাজনীতি চলে তাহলে এ গণ অভ্যূত্থান বেহাত বিপ্লবে পরিণত হবে৷ সুযোগ কিন্তু বারবার আসে না ৫৩ বছরের মধ্যে একটিবার গণ অভ্যূত্থান হয়েছে আবার কবে তা আমরা জানিনা। এ গণ অভ্যূত্থান মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। 

শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁও পৌরসভা মাঠে রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সরকারের তিনি উদ্দেশ্যে বলেন, আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যকর ভূমিকা তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে,বাজারের দ্রব্যমূল্যের যে উর্ধগতি ও দেশের মৌলিক পন্যের উপর শুল্ক বাড়িয়ে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ গণবিরোধী অবস্থান থেকে আপনারা সরে আসবেন অন্যথায় জনগনের ক্ষোভে দিশেহারা হয়ে যাবেন।

ভিপি নুর বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তাই এদেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত, এদেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত। আ'লীগের মতো পুরনো ধারার রাজনীতি আর চলবেনা। আজকে রাজনৈতিক নেতৃবৃন্দদের বলবো আজকে আ'লীগ থেকে শিক্ষা নিন। এতো বড় দল হয়েও আজ ভাত না খেয়ে, লুঙ্গি গামছা ছাড়া তারা সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে।  

আ'লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের নেতারা লুঙ্গি-গামছা ছাড়াই দেশ ছেড়ে পালিয়েছে আর তোমরা এখন লিফলেট বিলি করবা, হরতাল করবা। রাস্তায় নেমে দেখো জনগণ দলবল নির্বিশেষে তোমাদের কঠোর হস্তে প্রতিহত করবে।  

কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে ও জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব একেএম সাইদুজ্জামান ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো:মহিবুল্লাহ'র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মূখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সম্পাদক নাজমুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, আবু হানিফ, তোফাজ্জল হোসেন, রাহুল আরফানসহ গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দেশের বাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস শিরোনাম চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন ভূমিকায় বাবর শিরোনাম গণ অভ্যূত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই শিরোনাম সালাম-বরকত-রফিকের রক্তের অঙ্গীকারে ছিলো গণঅভ্যুত্থানের শক্তি শিরোনাম কুমিল্লা যৌথ বাহিনীর অভিযানে নিহত যুবদল নেতার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল শিরোনাম সময় বেঁধে দিয়ে তিতুমীরের আন্দোলনের যৌক্তিকতা নেই